শারজা: সংযুক্ত আরব আমিরশাহিকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠে গেল ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এ দিন শারজাতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৪ ওভারেই মাত্র ১৩৭ রানেই গুটিয়ে যায় আরর আমিরশাহি। জবাবে কোনও উইকেট না হারিয়েই মাত্র ১৬.১ ওভারে ১৪৩ রান করে ম্যাচের ফয়সালা করে দেয় বৈভবরা।
প্রথম দুটি ম্যাচে ব্যর্থ হওয়ার পরে এই ম্যাচে জ্বলে উঠল ১৩ বছরের বৈভব সূর্যবংশীর ব্যাট। আইপিএলের নিলামে হইচই ফেলে দেওয়া বৈভব ৪৬ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন। রাজস্থান রয়্যালসের নতুন রিত্রু«ট বৈভবের ইনিংসে রয়েছে তিনটি চার ও ছয়টি ছয়। তাঁর সঙ্গে বিধ্বংসী ব্যাটিং করেন অন্য ওপেনার আয়ুষ মাত্রেও। তিনি চারটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৬৭ রান করে অপরাজিত থাকেন।
এর আগে এ দিন শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে আমিরশাহি। বল হাতে ভারতের পক্ষে দাপট দেখালেন যুধাজিৎ গুহ। ওপেনার আরিয়ান সাক্সেনাকে (৯) ফিরিয়ে আমিরশাহি শিবিরে প্রথম ধাক্কাটি দেন যুধাজিৎ। শেষমেষ ৭ ওভার বল করেন মাত্র ১৫ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করেন তিনি। দুটি করে উইকেট পেয়েছেন চেতন শর্মা এবং হার্দিক রাজ। পাশাপাশি একটি করে উইকেট পেয়েছেন কেপি কার্তিকেয় এবং আয়ুষ মাত্রে। ব্যাট হাতে আমিরশাহির পক্ষে কিছুট লড়াই করেন রায়ান খান। তিনি ৩৫ রান করেন।