পুবের কলম, ওয়েব ডেস্কঃ সাতচল্লিশ বছর বয়সে রক্তদানে সেঞ্চুরি করলেন দেগঙ্গার বাসিন্দা হাসানুজ্জামান। পেশায় শ্রমজীবী এই ব্যক্তি তাঁর শততম রক্তদান করলেন রবিবার উত্তর ২৪ পরগণা জেলার বেলিয়াঘাটা এলাকার দোগাছিয়া তাজ স্পোর্টিং ক্লাবের রক্তদান উৎসবে। এই উপলক্ষ্যে হাসানুজ্জামানকে সংবর্ধনা জানালেন ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি অপূর্ব ঘোষ ও ক্লাব সম্পাদক জুবায়ের সিদ্দিকী।
উদ্যোক্তাদের মধ্যে ছিলেন সদস্য মোহাম্মদ মারুফ বিল্লাহ, রবিউল, ইউনুস আনার আলী, ওবায়দুল, আইয়ুব আলী মোহাম্মদ মীর কাশিম প্রমুখরা। সংবর্ধনা পেয়ে রক্তদাতা হাসানুজ্জামান জানান, নিয়মিত রক্ত দিয়ে সুস্থ থাকি। এই মহৎ সেবায় সকল মানুষকে এগিয়ে আসা উচিত। ১১৩ বারের রক্তদাতা তথা এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ৭১ বছর বয়সী অপূর্ব ঘোষ জানান, নিজের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার এটি একটি বড় সুযোগ। তিন মাস অন্তর ৬৫ বছর বয়স পর্যন্ত সুস্থ শরীরে রক্ত দেওয়া যায়। রক্তদানে গ্রহীতার পাশাপাশি দাতাও লাভবান হন। কারণ রক্ত দিলে বিনামূল্যে রক্তদাতার স্বাস্থ্য পরীক্ষার সুযোগ থাকে। রক্তের হিমোগ্লোবিন, প্লেটলেট, প্লাজমা বা রক্তরস ঠিক আছে কিনা জানা যায়। নিয়মিত রক্তদানকারীর ক্যান্সারের সম্ভাবনা কমে যায়। তিনি সরকারি ব্লাড ব্যাংকে রক্ত দেওয়ার পরামর্শ দেন। এদিন পুরুষ ও মহিলা মিলে ১০০জন রক্ত দেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজী মিন্টু, জেলা পরিষদ সদস্য ঊষা দাস, শিক্ষক দেবাশীষ ঘোষ, রাকিব বিশ্বাস, শিক্ষক ও সাংবাদিক এনামুল হক প্রমুখ।