Tue, July 2, 2024

ই-পেপার দেখুন

বউবাজারে পিটিয়ে খুন: ধৃত১৪ জনকে ৫ দিনের পুলিশি হেফাজত

Bipasha Chakraborty

Published: 29 June, 2024, 08:53 PM
বউবাজারে পিটিয়ে খুন: ধৃত১৪ জনকে ৫ দিনের পুলিশি হেফাজত

 

 পুবের কলম প্রতিবেদক:  বউবাজারের হস্টেলে যুবককে পিটিয়ে মারার ঘটনায় ধৃত ১৪ জনকে ৫ দিনের পুলিশি হেফাজতে পাঠাল আদালত। শনিবার তাঁদের ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয়। পুলিশের তরফে ১৪ দিনের হেফাজতের আবেদন করা হয়। আদালত জানিয়েছে, আপাতত আগামী ৪ জুলাই পর্যন্ত ধৃতদের পুলিশি হেফাজতে থাকতে হবে।
উদয়ন হোস্টেলে গণধোলাইয়ের মৃত্যুর অভিযোগ ধৃত ১৪ জন আবাসিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা, ৩৬৫ ধারায় অপহরণের মামলা ও ১২০বি ধারায় সম্মেলিত ষড়যন্ত্রের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন অভিযুক্তদের আদালতে পেশ করা হলে অভিযুক্তদের আইনজীবী পড়ুয়াদের জামিনের জন্য আবেদন জানান। অন্যদিকে জামিনের বিরোধিতা করে পুলিশি হেফাজতের আবেদন জানান সরকারি আইনজীবী। দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারক হোস্টেলের অভিযুক্ত ১৪ জন আবাসিকের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এদিন আদালত চত্বর থেকে প্রিজন ভ্যানে তোলার সময় মুখ ঢেকে পুলিশের গাড়িতে ওঠেন অভিযুক্তরা।


এদিকে ঘটনার পর উদয়ন হস্টেলের সিসিটিভির ফুটেজ মুছে ফেলা হয়েছে। এদিন ইরশাদের ময়না তদন্তের রিপোর্টও সামনে এসেছে। ফরেনসিক বিশেষজ্ঞদের রিপোর্ট, ব্যাপক মারধরে হাড়গোড় ভেঙে যায়। ব্যাপক ইন্টারন্যাল হেমারেজ হয়। আহত হওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে আনা হয়নি ইরশাদকে। দেরিতে হাসপাতালে নিয়ে যাওয়ার ফলে সঙ্গে সঙ্গে চিকিৎসা পায়নি ইরশাদ। 
 

Leave a comment