Thu, July 4, 2024

ই-পেপার দেখুন

পুজোয় মা আসবে, কিন্তু শাহাজাদা কিনুদের তার আগেই ব‍্যবসা বন্ধে মন খারাপ

Bipasha Chakraborty

Published: 01 July, 2024, 07:49 PM
পুজোয় মা আসবে, কিন্তু শাহাজাদা কিনুদের তার আগেই ব‍্যবসা বন্ধে মন খারাপ

 

দেবশ্রী মজুমদার, রামপুরহাট: ঈদ ও পুজো এলেই শাহাজাদা কিনুদের মন আনন্দে ভরে ওঠে। কিন্তু এবার মন খারাপ। মহকুমা প্রশাসনের সঙ্গে দেখা করে এসে কান্নায় ভেঙে পড়লেন আইএন টিটিউসির শহর সভাপতি শাহাজাদা কিনু। চোখের জলে বললেন, তিরিশ বছর হয়ে গেল ব‍্যবসা করছি। প্লাসটিকে করে রাস্তার ধারে ব‍্যবসা করেছি। রাতে মাথায় করে নিয়ে সেই মালপত্র রেলওয়ে পাড়ে গেছি। মালগাড়ি না পেরোনো পর্যন্ত অপেক্ষায় থেকেছি। কিন্তু ভেঙে দিতে হবে দশ দিনের মধ‍্যে প্রশাসনের নির্দেশ।

কত করে বললাম বর্ষা পেরোতে দিন। পুজোটা যাক। কিন্তু প্রশাসন অনড়। প্রশাসন শর্ত দিল, যদি নিজে না ভাঙি, তাহলে রেলওয়ের সঙ্গে যৌথভাবে রেলওয়ের জায়গাই হকার উচ্ছেদে সাহায্য করবে রেলপুলিশ। শুধু তাই নয়, চোদ্দ নং ওয়ার্ড তো পৌরসভার অন্তর্গত। বললাম, যদি হকারদের পুনর্বাসন করার ব‍্যবস্থা করুন, অন‍্যদের সাথে। পৌরসভা এক মাসের মধ‍্যে শুধুমাত্র রাজ‍্যসরকারের জায়গাই বসে থাকা হকারদের পুনর্বাসন দেবে। আমাদের অবস্থা খুব খারাপ। বলুন, দোকান ভেঙে ঠেলা গাড়িতে ছাতা মাথায় ব‍্যবসা করতে হবে। ত্রিপল টাঙানো যাবে না। এভাবে ব‍্যবসা করা সম্ভব?

সোমবার অরাজনৈতিক ভাবে বিভিন্ন দলের ছয় প্রতিনিধি মহকুমা প্রশাসনিক দফতরে মহকুমা শাসক সৌরভ পাণ্ডে, রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত, ডেপুটি স্পিকার আশীষ বন্দ‍্যোপাধ‍্যায়ের সাথে দেখা করেন। সেখানে সমাধান সূত্র হিসেবে দশ জুলাই পর্যন্ত হকারদের সময় দেওয়া হয়। তাদের বলা হয়, দশ জুলাইয়ের মধ‍্যে নিজেদের দোকান ভেঙে দিতে হবে। তবেই ঠেলা গাড়িতে সেই জায়গাই ব‍্যবসা করা যাবে। বৃষ্টি রোদে মাথায় ছাতা নেওয়া যাবে। কিন্তু কোনো ত্রিপল টাঙিয়ে দোকান দেওয়া যাবে না। তবেই তাদের নাম নথিভুক্ত হবে। একমাসের মধ‍্যে পশুহাসপাতালের ওখানে হকারদের জন‍্য আলাদা জোন করবে রাজ‍্য সরকার। ভেণ্ডিং করে নথিভুক্তদের দোকান ঘর দেওয়া হবে। 

উল্লেখ্য, এর আগে পরিবার নিয়ে হাতে থালা নিয়ে পথ অবরোধ করে মিছিল করে ফুটপাত ব‍্যবসায়ীরা। কিন্তু তাতেও সুরাহা হলো না, এমনটাই দাবি ব‍্যবসায়ীদের। এদিন হকারদের প্রশাসনের তরফে বলা হয় সারা রাজ‍্যের মধ‍্যে রামপুরহাটে ফুটপাত ব‍্যবসায়ীদের সাথে কথা বলে অর্ধসমাপ্ত ভাঙার কাজ সম্পূর্ণ হবে, বলে ব‍্যাবসায়ী সূত্রে খবর। যদিও বৈঠক শেষে ডেপুটি স্পিকার আশীষ বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, ব‍্যবসায়ীরা আমাদের কথা মেনে নিয়েছেন।

Leave a comment