Thu, July 4, 2024

ই-পেপার দেখুন

জিডি হাসপাতালে পালিত হল  'ন্যাশনাল ডক্টরস ডে'

Bipasha Chakraborty

Published: 01 July, 2024, 08:47 PM
জিডি হাসপাতালে পালিত হল  'ন্যাশনাল ডক্টরস ডে'

 

 

 

 

 

শেখ কুতুবউদ্দিন:  সোমবার পালিত হল ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু বার্ষিকী। দিনটিকে স্মরণ করে সারা দেশের সঙ্গে বাংলার বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে পালিত হল ‘ন্যাশনাল ডক্টরস ডে’। সেই সঙ্গে ‘ডক্টরস ডে’ পালন করল কলকাতার জিডি হাসপাতাল।

সোমবার জিডি হাসপাতালের সভাঘরে উপস্থিত ছিলেন হাসপাতালের  চেয়ারম্যান বর্ষীয়ান চিকিৎসক ডা. সুকুমার মুখার্জি, সিইও মোশরেফা হোসেন,  সুপার ডা. শৈবাল চক্রবর্তী সহ প্রতিষ্ঠানের ডাক্তার, নার্স, টেকনিশিয়ান ও চিকিৎসাকর্মীরা।

 এদিনের সভায় উপস্থিত বিশিষ্টরা, ডাক্তার বিধানচন্দ্র রায়ের  জীবন ও  আদর্শ তুলে ধরেন। চিকিৎসা ক্ষেত্রে ডা. বিধানচন্দ্র রায়ের অবদান অবগত করেন ডা. সুকুমার মুখার্জি।  তিনি বলেন, ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন রোগী ও চিকিৎসকদের মধ্যে সুসম্পর্ক  গড়ার  পথিকৃত। 

হাসপাতালের সিইও মুশরেফা হোসেন চিকিৎসা-পরিষেবা কাজের মহত্ব বুঝিয়ে বলেন,  একজন ‘ডাক্তার কোনও ভাবে যন্ত্র নন, যানবাহনের কোনও মন থাকে না, কিন্তু রোগীর  হৃদয় থাকে।’ ডাক্তাররা মহৎ পেশার সঙ্গে নিযুক্ত রয়েছেন। এটা সম্মানীয় পেশা। সমাজে এই পেশার গুরুত্ব রয়েছে। 

এদিন জিডি হাসপাতালের সার্বিক পরিষেবা সম্পর্কে সংস্থার সিইও মোশরেফা হোসেন আরও বলেন , হাসপাতালের পরিষেবা প্রদানে চিকিৎক ও  চিকিৎসাকর্মীরা নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন। এর পাশাপাশি এদিন হাসপাতালের বহু চিকিৎসককে সংবর্ধনা দেওয়া হয়।

Leave a comment