Thu, July 4, 2024

ই-পেপার দেখুন

রাজ্যের একাধিক জেলায় ডেঙ্গুর ভ্রূকুটি, কলকাতাতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা

Bipasha Chakraborty

Published: 01 July, 2024, 08:12 PM
রাজ্যের একাধিক জেলায় ডেঙ্গুর ভ্রূকুটি, কলকাতাতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা

 

পুবের কলম প্রতিবেদক: আষাঢ় মাসের প্রথম দু’টি সপ্তাহ অতিক্রান্ত হলেও অন্যান্য বছরের তুলনায় চলতি বছর দক্ষিণবঙ্গে তেমন সামগ্রিকভাবে বর্ষা শুরু না হওয়ায় বৃষ্টিপাতে ঘাটতি রয়েছে। যদিও, রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি প্রবেশ করায় গত কয়েকদিন ধরে উত্তরের জেলাগুলিতে শুরু হয়েছে প্রবল বর্ষণ।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মৌসুমি বায়ুর প্রভাবে কলকাতা এবং কলকাতা লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বর্ষা শুরু হয়েছে। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে রাজ্যে বর্ষার আগমনে রাজ্যবাসী কিছুটা স্বস্তি পেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তেই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। রাজ্যের বিভিন্ন প্রান্তে মশার উপদ্রবের পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর প্রকোপ।

মালদা এবং মুর্শিদাবাদকে পিছনে ফেলে ডেঙ্গুতে রাজ্যে শীর্ষস্থানে উঠে এলো উত্তর ২৪ পরগনার নাম। তাছাড়াও ডেঙ্গু আক্রান্ত রোগীর পরিসংখ্যানের নিরিখে প্রথম পাঁচটি জেলার মধ্যে তিনটি জেলাই কলকাতা লাগোয়া।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই কলকাতার পার্শ্ববর্তী সল্টলেক, রাজারহাট, নিউ টাউন, দমদম এলাকায় বেড়েছে মশার উপদ্রব।

Leave a comment