Tue, July 2, 2024

ই-পেপার দেখুন

বিচারব্যবস্থায় যেন রাজনৈতিক পক্ষপাত না থাকে: জুডিশিয়াল অ্যাকাডেমির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

Kibria Ansary

Published: 29 June, 2024, 07:00 PM
বিচারব্যবস্থায় যেন রাজনৈতিক পক্ষপাত না থাকে: জুডিশিয়াল অ্যাকাডেমির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

পুবের কলম, ওয়েবডেস্ক: 'বিচারব্যবস্থায় যেন কোনও রাজনৈতিক পক্ষপাত না থাকে' বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কলকাতায় শুরু হয়েছে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘কথাটা বলার আগে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কাউকে হেনস্থা করার কোনও উদ্দেশ আমার নেই। আমার বিনম্র অনুরোধ, বিচারব্যবস্থায় যেন কোনও রাজনৈতিক পক্ষপাত না থাকে। বিচারব্যবস্থায় বিশুদ্ধতা, সততা, গোপনীয়তা বজায় থাকে।’

শনিবার কলকাতায় ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির অনুষ্ঠানে এক মঞ্চে হাজির ছিলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম প্রমুখরা। এদিন বক্তব্য দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিচারব্যবস্থার জন্য সরকার নয়, মানুষের জন্য বিচারব্যবস্থা হওয়া উচিত। বিচারব্যবস্থা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে না পারলে মানুষ বিচারের আশায় কোথায় যাবে? যখন আমারা ভয়ঙ্কর নির্যাতন দেখি তখন আমরা আশা করি, শুধুমাত্র বিচারব্যবস্থাই এই সমস্যার সমাধান করতে পারবে।’

মহানগর - এর থেকে আরোও খবর

Judiciary should not be politically biased Chief Minister at Judicial Academy function

Leave a comment