Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

হামাসের ধ্বংস না হওয়া পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতি নয়: বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর

Puber Kalom

Puber Kalom

Published: 02 June, 2024, 06:08 PM
হামাসের ধ্বংস না হওয়া পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতি নয়: বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর

তেল আবিব, ২ জুন: মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘গাজায় যুদ্ধের জন্য ইসরাইলের নীতি ও শর্তের কোনো পরিবর্তন হয়নি। হামাসের ধ্বংস না হওয়া পর্যন্ত কোনো স্থায়ী যুদ্ধবিরতি হবে না।’ গাজায় স্থায়ী যুদ্ধবিরতির ব্যাপারে বাইডেন নতুন রোডম্যাপ প্রকাশ করার একদিন কড়া বার্তা দিলেন নেতানিয়াহু।

 

প্রায় ৮ মাস ধরে চলা গাজা যুদ্ধের অবসানে শুক্রবার একটি প্রস্তাব উত্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, গাজায় পূর্ণ যুদ্ধবিরতির ক্ষেত্রে ইসরাইল একটি নতুন রোডম্যাপ দিয়েছে। ইসরাইলের তিন-ধাপের প্রস্তাবটি ছয় সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকরের মধ্যদিয়ে শুরু হবে। এই সময়ে গাজার সমস্ত জনবহুল এলাকা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার করা হবে। শতশত ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে ইসরাইলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে।

বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হামাস বলেছে, তারা এই প্রস্তাবকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছে। ইসরাইলের বিরোধী দলগুলোও এতে সমর্থন জানিয়েছে। হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এই প্রস্তাব কার্যকর করার দাবি জানাচ্ছেন। ফ্রান্স ও বেলজিয়ামসহ বেশ কয়েকটি দেশ বাইডেনের এই প্রস্তাবে সমর্থন জানিয়েছে।

 

 

যদিও এই প্রস্তাব প্রত্যাখ্যান করে নেতানিয়াহু সাফ জানিয়েছেন, হামাসের সামরিক ও প্রশাসনিক কাঠামো নিশ্চিহ্ন না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে। যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ইসরাইলের যে শর্ত রয়েছে তার পরিবর্তন হয়নি। হামাসের সামরিক ও প্রশাসনিক কাঠামো ধ্বংস করা, সব জিম্মিকে মুক্ত করা এবং গাজা আবারও ইসরাইলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না তা নিশ্চিত করা। ইসরাইল তার শর্তে অটল থাকবে। এসব শর্ত পূরণ হওয়ার আগে ইসরাইল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে এমন ধারণা বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা নেই।

Leave a comment