Fri, July 5, 2024

ই-পেপার দেখুন

ফৌজদারি মামলা থেকে  ‘আংশিক’ দায়মুক্ত ট্রাম্প, ‘বিপজ্জনক’ বললেন বাইডেন

ইমামা খাতুন

Published: 02 July, 2024, 08:00 PM
ফৌজদারি মামলা থেকে  ‘আংশিক’ দায়মুক্ত ট্রাম্প, ‘বিপজ্জনক’ বললেন বাইডেন

ওয়াশিংটন, ২ জুলাই: যেকোনও ধরনের ফৌজদারি মামলা থেকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। কেবল ট্রাম্প নন, যুক্তরাষ্ট্রের সব প্রাক্তন প্রেসিডেন্টকেই এই দায়মুক্তির আওতায় আনা হয়েছে আদালতের রায়ে।  সোমবার এ রায় দেয় আমেরিকার সুপ্রিম কোর্ট। দেশটির প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বে ৯ সদস্যের একটি বেঞ্চ রায়টি ঘোষণা করে। এই রায়ে ৬জন বিচারক দায়মুক্তি দেওয়ার পক্ষাবলম্বন করেন এবং ৩জন এর বিরোধিতা করেন। রায়ে মার্কিন সুপ্রিম কোর্ট বলে, প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প যেসব দাফতারিক অপরাধমূলক পদক্ষেপ নিয়েছেন, সেসব ক্ষেত্রে দায়মুক্তি পাবেন। এদিকে, ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দেওয়া সুপ্রিম কোর্টের রায়কে ‘বিপজ্জনক নজির’ বলে অভিহিত করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আসন্ন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করতে মার্কিন জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।  বাইডেন বলেন, ‘আদালতের এই রায়ের অর্থ হচ্ছে, একজন প্রেসিডেন্ট কী করতে পারেন, তার কোনও সীমা-পরিসীমা নেই। এটি একটি বিপজ্জনক নজির স্থাপিত হল। এখন থেকে প্রেসিডেন্টের ক্ষমতা আর আইন দ্বারা সীমাবদ্ধ থাকল না।’ বলেন, সুপ্রিম কোর্ট মার্কিন জনগণের জন্য ‘ক্ষতিকর হয়ে উঠছে’। তাঁর কথায়, ‘যে মূলনীতির ওপর এই জাতি প্রতিষ্ঠিত, তা হল যুক্তরাষ্ট্রে কোনও রাজা থাকবে না। আইনের চোখে সবাই সমান। কিন্তু সুপ্রিম কোর্টের এই রায় প্রেসিডেন্টকে রাজায় পরিণত করতে পারে।’ এই রায়কে যুগান্তকারী বলছেন বিশ্লেষকরা। কারণ এই প্রথমবারের মতো কোনও মার্কিন প্রেসিডেন্ট তাঁর অপরাধমূলক কাজের জন্য দায়মুক্তি পেলেন। প্রসঙ্গত, নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা করেছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টা, ক্যাপিটল হিলে হামলায় উসকানি দেওয়া, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়া, কর ফাঁকি, রাষ্ট্রের গোপন নথি অপসারণসহ নানা অভিযোগে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি আদালতে ট্রাম্পের বিচার চলছে।

Leave a comment