Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

ইসরাইলকে সহায়তা করলে সাইপ্রাসে হামলার হুমকি হিজবুল্লাহ নেতার

ইমামা খাতুন

Published: 21 June, 2024, 07:41 PM
ইসরাইলকে সহায়তা করলে সাইপ্রাসে হামলার হুমকি হিজবুল্লাহ নেতার

 

 

বেইরুট, ২১ জুন: প্রথমবারের মতো ইউরোপের দেশ সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ তিনি মনে করছেন, লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে সাইপ্রাস দখলদার বাহিনীকে তাদের বন্দর ঘাঁটি ব্যবহার করতে দিতে পারে নাসরুল্লাহ ব্যাপারে বলেন, ‘লেবাননে হামলা চালানোর জন্য যদি সাইপ্রাসের বন্দর এবং ঘাঁটি ইসরাইলি শত্রুদের জন্য খুলে দেওয়া হয়, এটির অর্থ হবে, সাইপ্রাসের সরকার এই যুদ্ধের অংশ এবং প্রতিরোধ বাহিনী তাদের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে কাজ করবেসাইপ্রাস সরকারের মুখপাত্র বলেছেন, হিজবুল্লাহ প্রধানের দেওয়া বিবৃতি  বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং সাইপ্রাস কখনও সামরিক সংঘাতে জড়িত ছিল না, হবেও না লেবানন ইসরাইলি উপকূলের পশ্চিমে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত ইইউ সদস্য রাষ্ট্র সাইপ্রাসকে সতর্ক করে হিজবুল্লাহ প্রধান বলেন, ‘ইসরাইল সাইপ্রাসে সামরিক মহড়া চালাচ্ছে, এমন তথ্য মিলেছে’ তবে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলাইডস বলেছেন, কোনও সামরিক অভিযানে 'কোনও ভাবেই জড়িত নয় দেশ' এদিকে, লেবাননে ইসরাইলি যুদ্ধের হুমকির প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ প্রধান বলেছেন, ‘যায়নবাদীরা যদি লেবাননের ওপর যুদ্ধ চাপিয়ে দিতে চায় তবে তারা যেন স্থল, আকাশ এবং সমুদ্রে প্রতিরোধ শক্তির জন্য অপেক্ষা করেহাসান নাসরুল্লাহ বলেছেন, পুরো ইসরাইল হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ড্রোনের আওতায় রয়েছে  

 

Leave a comment