Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

পাকিস্তানে বন্দুকধারীদের হামলা, গুলিতে নিহত একই পরিবারের ৯ জন

Kibria Ansary

Published: 26 June, 2024, 05:33 PM
পাকিস্তানে বন্দুকধারীদের হামলা, গুলিতে নিহত একই পরিবারের ৯ জন

ইসলামাবাদ, ২৬ জুন: এবার পাকিস্তানে বন্দুকধারীদের হামলা। দেশটির পেশোয়ারে একই পরিবারের ৯ জনকে গুলি করে খুন করেছে বন্দুকধারীরা। নিহতদের মধ্যে রয়েছে চারজন নারী ও চারটি শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। পাক সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার পেশোয়ারের বাদাবের গ্রামে একটি বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি চালায় বন্দুকধারীরা। হামলায় ৯ জন নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে কার্তুজের খালি খোসা  সংগ্রহ করে মামলা দায়ের করেছে। পাক পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, দুই পরিবারের মধ্যে আর্থিক ও সম্পত্তির বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

তবে সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) অপারেশনস কাশিফ জুলফিকার বলেছেন, উভয় পক্ষের মধ্যে আপাতদৃষ্টিতে কোনো আর্থিক বিরোধ ছিল না। সশস্ত্র হামলার পেছনের আসল উদ্দেশ্য খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের ধরতে দুটি টিম গঠন করা হয়েছে। উদ্ধারকারী দল ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলি হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত এক নারীকে চিকিৎসার জন্য পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

9 members of the same family killed by a gunman in Pakistan

Leave a comment