Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

তাপপ্রবাহে মোট ১৩০১ হজযাত্রীর মৃত্যু, এঁদের ৮৩ শতাংশই এসেছিলেন বিনা অনুমতিতে জানাল সৌদি মন্ত্রক

Shamima Ahasana

Shamima Ahasana

Published: 24 June, 2024, 05:02 PM
তাপপ্রবাহে মোট ১৩০১ হজযাত্রীর মৃত্যু, এঁদের ৮৩ শতাংশই এসেছিলেন বিনা অনুমতিতে জানাল সৌদি মন্ত্রক

 

 

 

 

পুবের কলম ওয়েব ডেস্ক: হজে গিয়ে তাপপ্রবাহের জেরে বহু মানুষের মৃত্যু হয়েছে, এমন গুজব ছড়ানো হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেইসব তথ্য ছড়িয়ে পড়ার পর উদ্বিগ্ন হয়ে পড়েন হজযাত্রীর পরিবাররা। ঠিক কতজন হজযাত্রী এবার হজ করতে গিয়ে মারা গেছেন তার তালিকা প্রকাশ করল সৌদির স্বাস্থ্য মন্ত্রক। এক্স পোস্টে জানানো হয়েছে, ২০২৪ এর হজ মরশুমে মোট ১৩০১ জনের মৃত্যু হয়েছে। তীব্র তাপপ্রবাহের জেরেই এমনটা হয়েছে। তবে শুধু তাপপ্রবাহ নয়, এঁদের অনেকেরই মৃত্যু হয়েছে বয়সজনিত কারণে। হার্ট অ্যাটাক, ক্রনিক অসুখের কারণেও মৃত্যু হয়েছে অনেকের।

আর এই ১৩০১ জনের মধ্যে ৮৩ শতাংশই বিনা পারমিটে হজে এসেছিলেন। সৌদির সরকারের কাছ থেকে তাঁরা অনুমতি নেননি। তাঁবু, জলের অভাবে দীর্ঘসময় মক্কার রাস্তায় থাকার কারনেই তাদের মৃত্যু হয়েছে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে হজ মরশুম শুরু হওয়ার আগেই তাপপ্রবাহ নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, প্রচুর জল খাওয়ার জন্য। তাছাড়া দিনের যে সময়ে রোদের তীব্রতা বেশি থাকে সেই সময় না বেরোনোর পরামর্শও দেওয়া হয়।

প্রায় ২০ লক্ষেরও বেশি মানুষ ২০২৪ সালে হজে গেছিলেন। প্রতিবছরই কমবেশি কিছু মানুষের মৃত্যু হয়। এর একটি বড় কারণ, ভারত–বাংলাদেশ সহ বেশিরভাগ উন্নয়নশীল ও অনুন্নত দেশের মানুষ জীবনের প্রায় শেষ প্রহরে হজে যান। ফলে বেশিরভাগেরই জীবনাবসান হয় বয়সজনিত বিভিন্ন অসুখের কারনে। 

 

ধর্ম-দর্শন - এর থেকে আরোও খবর

hajj 2024 saudi

Leave a comment