Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

উমরাহর ভিসা হবে ২৪ ঘণ্টায়

ইমামা খাতুন

Published: 23 June, 2024, 08:11 PM
উমরাহর ভিসা হবে ২৪ ঘণ্টায়

মক্কা, ২৩ জুন: পবিত্র উমরাহ পালনে ইচ্ছুকদের জন্য ইলেকট্রনিক ভিসা বা -ভিসা চালু করছে সউদি আরব দেশটির হজ উমরাহ মন্ত্রক এক ঘোষণায় জানিয়েছে, উমরাহ পালনের আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই মিলবে ভিসা মন্ত্রক জানিয়েছে, উমরাহ পালনে আগ্রহী ব্যক্তিরা নুসুক অ্যাপ ব্যবহার করে -ভিসার আবেদন করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই মিলবে ভিসা ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে ভিসা পেতে স্বাস্থ্য পরীক্ষা লাগবে না নারীদের জন্য পুরুষ অভিভাবক থাকার বাধ্যবাধকতাও থাকছে না নতুন ব্যবস্থায় আরবি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের প্রথম দিনই (১৯ জুলাই) উমরাহ পালনে সউদি আরবে যেতে পারবেন আগ্রহী ব্যক্তিরা প্রসঙ্গত, মক্কা মদিনায় মুসলিমদের সফরকে প্রক্রিয়া সহজ করতেই নুসুক প্ল্যাটফর্ম ব্যবহার করা হয় এখন থেকে হজ উমরাহ মন্ত্রক এটিকে -ভিসার আবেদনের জন্য ব্যবহার করবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের সব প্রান্তের মানুষ সহজেই উমরাহর -ভিসার আবেদন করতে পারবেন পাশাপাশি পরিবহন, আবাসনসহ অনেক সেবাও মিলবে প্ল্যাটফর্মটিতে নুসুক অ্যাপে নানা ভাষার ইন্টারঅ্যাকটিভ ম্যাপও দেখা যাবে ফলে ভ্রমণকারীরা বিনা বাধায় গোটা দেশ বেড়াতে পারবেন

Leave a comment