Thu, June 27, 2024

ই-পেপার দেখুন

ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় মোকাবিলায় প্রস্তুত দক্ষিণ ২৪ পরগনা, সুন্দরবনে চলছে মাইকিং

Puber Kalom

Puber Kalom

Published: 25 May, 2024, 02:22 PM
ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় মোকাবিলায় প্রস্তুত দক্ষিণ ২৪ পরগনা, সুন্দরবনে চলছে মাইকিং

 

পুবের কলম, ওয়েবডেস্ক:  ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। পরিস্থিতি মোকাবিলায় তৈরি নবান্ন। রবিবার গভীররাতেই সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার কাছে ল্যান্ডফল হওয়ার পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুতি শুরু করে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। সুন্দরবনের সবকটি উপকূলে থানার পক্ষ থেকে চলছে মাইকিং। কলকাতার উপরেও এই ঝড় তার প্রভাব ফেলবে। ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ঝড় সেই সঙ্গে বৃষ্টি চলবে। উপকূলবর্তী এলাকাগুলিতে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ব্যাপক দুর্যোগের আশঙ্কা সুন্দরবন থেকে শুরু করে বকখালি, ফ্রেজারগঞ্জ সহ একাধিক এলাকায়। ইতিমধ্যেই জলপথে পুলিশের পক্ষ থেকে মাইকিং শুরু করা হয়েছে। এছাড়া বকখালি, সাগর,  ফ্রেজারগঞ্জ পর্যটনকেন্দ্রগুলিতে সতর্ক করা হচ্ছে পর্যটকদের।  পূর্ণিমার কোটালের জেরে সমুদ্র উত্তাল। পর্যটকদের সমুদ্রস্নানে কড়াকড়ি জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার অতি গভীর নিম্নচাপ তৈরি হবে। রবিবার মধ্য রাতে বাংলাদেশ ও সুন্দরবন উপকূলে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূলে ১০০-১২০ কিলোমিটার গতিবেগে ঝোড়া বাতাস ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের তরফে নজরদারি চালানো হচ্ছে। ত্রাণ মজুদ রাখা হয়েছে।

 

 

 

Leave a comment