Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

ভোটের আবহে অস্বস্তিতে বিজেপি! ব্রিজভূষণ শরণ সিংয়ের ছেলের গাড়ি পিষে দিল ২ শিশুকে, আহত আরও ১

News Desk

Published: 29 May, 2024, 01:59 PM
ভোটের আবহে অস্বস্তিতে বিজেপি! ব্রিজভূষণ শরণ সিংয়ের ছেলের গাড়ি পিষে দিল ২ শিশুকে, আহত আরও ১

 

লখনউ, ২৯ মে : ভোটের আগে ফের বিতর্ক! ব্রিজভূষণ শরণ সিংয়ের ছেলে করণভূষণ সিংয়ের গাড়ি পিষে দিল দুই শিশুকে, আহত আরও ১। ঘোরতর অস্বস্তিতে গেরুয়া শিবির।  আগামী ১ জুন শনিবার সপ্তম দফার লোকসভা ভোট। কিন্তু তার আগেই উত্তরপ্রদেশে এই দুর্ঘটনায় বিপাকে বিজেপি। কৈসরগঞ্জের বিজেপিপ্রার্থী করণভূষণ সিং। সেই করণের কনভয়ে থাকা পুলিশের গাড়ি পিষে দেয় দুই শিশুকে। 
সূত্রের খবর, বিজেপি প্রার্থী করণভূষণের কনভয়টি কর্নেলগঞ্জ-হুজুরপুর রোড ধরে হুজুরপুরের দিকে যাচ্ছিল। বৈকুণ্ঠ ডিগ্রি কলেজের কাছে তিন শিশু রাস্তা পার হওয়ার সময় কনভয়ের একটি গাড়ি তাদের ধাক্কা মারে। দুজন শিশুরই ঘটনাস্থলে মৃত্যু হয় বলে খবর। এর পরেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। গাড়িটিকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাড়িটি বাজেয়াপ্ত করে দুই শিশুর দেহ উদ্ধার করে নিয়ে যায়। গাড়িচালককেও গ্রেফতার করা হয়। এই ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কেউ কেউ বলছে, দুই যুবককে পিষে দিয়েছে কনভয়ের গাড়ি আর এর জেরে আহত হয়েছেন এক মহিলা। আহতের সংখ্যা নিয়েও সংশয় আছে। কেউ বলছে, আহতের সংখ্যা আরও বেশি।

Leave a comment