Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

আজ পবিত্র ঈদ উল আযহা, পার্ক সার্কাসে পালিত হল ঈদের নামায

Bipasha Chakraborty

Published: 18 June, 2024, 12:27 AM
আজ পবিত্র ঈদ উল আযহা, পার্ক সার্কাসে  পালিত হল ঈদের নামায


পুবের কলম, ওয়েবডেস্ক:আজ পবিত্র ঈদ উল আযহা অর্থাৎ কোরবানির ঈদ, বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানগণ এই বিশেষ উৎসব পালনের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা ও নবী হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.)এর অতুলনীয় আনুগত্য এবং মহান ত্যাগের পুণ্যময় স্মৃতি বহন করে। বিশ্বাস করা হয় যে পশু কোরবানি করে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। এজন্যই মুসলিম উম্মাহ প্রতি বছর পশু কোরবানি করে থাকে। প্রতি বছরের মতো এবারেও কলকাতার পার্ক সার্কাসে পালিত হল ঈদের নামায। সামিল হলেন মুসল্লিরা। 

 

 

 

 

 

 


সকলের সঙ্গে নামায আদায় করলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান, পুবের কলম পত্রিকার সম্পাদক, প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরান। ছিলেন সাংসদ মালা রায়।

 

ঈদুল আযহা মূলত একটি আরবি বাক্যাংশ; যার অর্থ হলো ‘ত্যাগের উৎসব’। এই উৎসবের মূল বিষয় হল ত্যাগ করা।

এই বিশেষ দিনটিতে মুসলমানেরা ফযরের নামাযের পর ঈদগাহে গিয়ে দুই রাক্বাত ঈদুল আযহার নামাজ আদায় করে। তারপর স্ব-স্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করে। বছর বছর ধরে ইসলাম ধর্মে এভাবে ঈদ উল আজহা পালিত হয়ে আসছে।

(নামাযের ছবি-সন্দীপ সাহা) 

 

Leave a comment