Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

'এই জমিতে চাষ করুক খ্রিস্টানরা, চান না স্থানীয় দেবতা', ছত্তিশগড়ে ধর্ম ত্যাগে বাধ্য করা হচ্ছে খ্রিস্টানদের

Shamima Ahasana

Shamima Ahasana

Published: 26 June, 2024, 09:26 PM
'এই জমিতে চাষ করুক খ্রিস্টানরা, চান না স্থানীয় দেবতা', ছত্তিশগড়ে ধর্ম ত্যাগে বাধ্য করা হচ্ছে খ্রিস্টানদের

 

 

 

 

 

পুবের কলম ওয়েব ডেস্ক: 'এই জমি দেবতার। খ্রিস্ট ধর্ম ত্যাগ না করলে এই জমিতে চাষ করা যাবে না।' এভাবেই ছত্তিশগড়ের খ্রিস্টান ধর্মাবলম্বীদের পেটের ভাত কাড়ছে বজরং দল ও আরএসএস কর্মীরা। শুধু পেটের ভাত কাড়া নয়, এই সংখ্যালঘুদের উপর চলছে চরম নির্যাতন। মারধর করে গ্রাম ছাড়া করা হচ্ছে। কাউকে বা মেরে বেহুঁশ করা হচ্ছে। এদের 'দোষ', এরা খ্রিস্টান। খ্রিস্টান হওয়া চলবে না। হতে হবে হিন্দু। তবেই জমির আর জীবনের অধিকার মিলবে। এই পরিস্থিতি বিগত কয়েক বছর ধরে চলছে ছত্তিশগড়ে।

সম্প্রতি ছত্তিশগড়ের জগদলপুর গ্রামের একটি খ্রিস্টান পরিবারের জমি–সম্পদ সব কিছু কেড়ে নেওয়া হয়েছে। এই কাজ করেছে আরএসএস ও বজরং দলের সঙ্গে যুক্ত হিন্দুত্ববাদীরা। শুধু সম্পদ হরণ নয়, ওই পরিবারের দু'জনকে মারতে মারতে অজ্ঞান করে ফেলা হয়েছে। তিন জনকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। একজনের পা ভেঙে দেওয়া হয়েছে।

বাদানজি থানার অন্তর্গত বড়ে পুরুদা গ্রামে খ্রিস্টানদের উপর নির্যাতন গত কয়েক বছরে বারবার শিরোনামে উঠে এসেছে। উগ্রবাদীরা বারবার মারধর করছে সেখানকার নীরিহ গ্রামবাসীদের।

যে আইনজীবী ওই পরিবারের পক্ষ থেকে সওয়াল করছেন, তিনি জানিয়েছেন, একটি কাগজে সাক্ষর করিয়ে ওই পরিবারের সদস্যদের গ্রামছাড়া করা হয়েছে। আইনজীবীর মতে, স্থানীয় গ্রাম পঞ্চায়েতেয়ের সামনেই এসব কাজ হয়েছে। কাগজে লেখানো হয়েছে, গ্রামে ফিরতে চাইলে আগামী ১০ দিনের মধ্যে খ্রিস্ট ধর্ম ত্যাগ করে 'ঘর ওয়াপসি' করতে হবে ওই পরিবারের সদস্যদের। আর এই নির্দেশ অমান্য করলে পরিণতি হবে ভয়ঙ্কর। তাদেরকে মেরে ফেলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

দ্য ইউনাইটেড ক্রিশ্চান ফোরাম নামে একটি সংগঠন দীর্ঘদিন ধরে দেশের সংখ্যালঘু ও খ্রিস্টানদের অধিকার নিয়ে লড়াই চালাচ্ছে। ওই সংগঠনের মতে, গত কয়েক সপ্তাহে দেশে ২৩ টি নির্যাতনের ঘটনা রেকর্ড করেছে তারা। প্রতিবারই আক্রান্ত খ্রিস্টানরা। ২০২৪ সালের প্রথম ৩ মাসে খ্রিস্টানদের বিরুদ্ধে ২০০ টি নির্যাতনের ঘটনা ঘটেছে। কোথাও সম্পত্তি ধ্বংস করা হয়েছে, ফসল নষ্ট করা হয়েছে বা অন্য কোনও উপায়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন এই সংখ্যালঘুরা।

জানা গেছে, যে পরিবারের সদস্যদের দিয়ে জোর করে মুচলেকায় সাক্ষর করানো হয়েছিল সেই পরিবারের সদস্য শোভা, চেতন, সাবীত্রীরা নাকি বাধ্য হয়েছেন খ্রিস্ট ধর্ম ত্যাগ করতে।

গত ১২ জুন সকালে যখন তারা মাঠে চাষ করতে যাচ্ছিল তখন কট্টরবাদীরা তাদের পথ আটকায়। তাদেরকে বলা হয়, এই জমি স্থানীয় দেবতার। আর দেবতা চান না সেই জমিতে চাষ করুক খ্রিস্টানরা। এরপর টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে পঞ্চায়েত অফিসে বন্দী করে মারধর করা হয়। পরিবারের ছোট ছোট মেয়েদেরও ছেড়ে কথা বলেনি আরএসএস–বজরং এর এই কট্টরবারদীরা।

উল্লেখ্য, গত কয়েক বছরে হিন্দুত্ববাদ মাথা চাড়া দেওয়ার পর বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে দেশের প্রান্তিক এলাকার খ্রিস্টানদের। সম্প্রতি ছত্তিশগড়ে মাওবাদীরা পোস্টারের মাধ্যমে হুঁশিয়ারিও দেয়। তাদের বক্তব্য ছিল, খ্রিস্টানদের বিরুদ্ধে এই নির্যাতন তারা কিছুতেই সহ্য করবে না।

 

 

দেশ - এর থেকে আরোও খবর

minority christians in india

Leave a comment