পুবের কলম, ওয়েবডেস্ক: বিরল তুষারপাতের সাক্ষী থাকল ওড়িশা। রাজ্যের সুন্দরগড় এবং ময়ুরভঞ্জ জেলায় তীব্র শৈত্যপ্রবাহের সঙ্গে সঙ্গে তুষারপাত দেখা মিলেছে। গত ১৬ ডিসেম্বর সবাইকে আশ্চর্য করে দিয়ে ঝিরিঝিরি তুষার নামে জেলাদ্বয়ের একাংশে। আর যে ঘটনা স্থানীয়দের পাশাপাশি আবহাওয়াবিদ ও অন্যান্য নেটিজেনকেও অবাক করে দিয়েছে। যা ভবিষ্যতের জন্য অশনি সংকেত বলেও মন্তব্য করছেন একাংশ।
তবে ময়ুরভঞ্জ ও সুন্দরগড় নয় ওড়িশার গ্রীষ্মমন্ডলীয় অঞ্চল টেনসা,কালতা, মালদা, কৈদা এবং কাশিরার মতো এলাকাগুলি তুষারে ঢেকে গিয়েছে। রাজ্যের গড় তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিরাজমান রয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) ইতিমধ্যেই রাজ্যের একাংশে হলুদ সতর্কতা জারি করেছে। তবে নেটিজেনদের একাংশের মতে, ওড়িশার তুষারপাতের ঘটনা ভুয়ো। তাঁদের ভাষ্যে, ওড়িশা মতো গ্রীষ্মমন্ডলীয় রাজ্যে তুষারপাতের সম্ভাবনা নেই যা উপকূলের কাছাকাছি অবস্থিত।