Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

নবান্ন অভিযানের জের,  অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতায় ৩৪ টি রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ

ইমামা খাতুন

Published: 26 August, 2024, 02:15 PM
নবান্ন অভিযানের জের,  অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতায় ৩৪ টি রাস্তায়  যান চলাচলে বিধিনিষেধ

পুবের কলম,ওয়েবডেস্কঃ  মঙ্গলে ‘নবান্ন’ অভিযানে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের ‘ছাত্র সমাজ’ নামক এক গোষ্ঠী।  একই দিনে পড়েছে ইউজিসি নেট পরীক্ষা। এই আবহে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে চলেছে নবান্ন চত্বর’কে। শুধু তাই নয়, যাতে কোনও পরীক্ষার্থীর পরীক্ষা সেন্টারে পৌঁছাতে দেরি না হয় তার পুরো বন্দোবস্ত করে রেখেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। এছাড়া কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে একাধিক বিধিনিষেধ জারি করেছে কেপি। রবিবার কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে নোটিশ জারি করে জানানো হয়েছে, মঙ্গলবার (২৭ অগস্ট) কলকাতার একাধিক রাস্তায় ভোর ৪ টে থেকে রাত ১০ টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না। শুধুমাত্র যে সব পণ্যবাহী গাড়ি এলপিজি গ্যাস সিলিন্ডার, অক্সিজেন, দুধ, ওষুধ, আনাজপাতি, ফলের মতো বিভিন্ন জরুরি এবং পচনশীল জিনিসপত্র বহন করবে, সেগুলিকে ছাড় দেওয়া হবে বলে কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে। দেখে নিন কোন কোন রাস্তায় এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

 দক্ষিণ শহরতলির বিভিন্ন রাস্তায় বিধিনিষিধ জারি

 

১) বিদ্যাসাগর সেতু এবং র‍্যাম্প। 

২) খিদিরপুর রোড। 

৩) তারাতলা রোড। 

৪) ডায়মন্ড হারবার রোড। 

৫) সার্কুলার গার্ডেনরিচ রোড। 

৬) গার্ডেনরিচ রোড। 

৭) হাইড রোড। 

৮) কোল বার্থ রোড। 

৯) রিমাউন্ট রোড। 

১০) কলকাতা ডক এবং কলকাতা বন্দরের সংযোগকারী ফিডার রোডেও পণ্যবাহী গাড়ি চলাচল করতে দেওয়া হবে না।   

 

মধ্য কলকাতা-সংলগ্ন কোন কোন রাস্তায় বিধিনিষেধ থাকছে?

 ১) জওহরলাল নেহরু রোড। 

২) রানি রাসমণি অ্যাভিনিউ। 

৩) রেড রোড। 

৪) নিউ রোড। 

৫) ডাফরিন রোড। 

৬) মেয়ো রোড। 

৭) আউটরাম রোড। 

৮) খিদিরপুর রোড। 

৯) হসপিটাল রোড। 

১০) লাভার্স লেন। 

১১) কুইন্সওয়ে। 

১২) ক্যাসুরিনা অ্যাভিনিউ। 

১৩) ক্যাথিড্রাল রোড। 

১৪) এজেসি বসু রোড। 

১৫) এসএন ব্যানার্জি রোড। 

১৬) ওল্ড কোর্ট হাউস স্ট্রিট। 

১৭) কাউন্সিল হাউস স্ট্রিট। 

১৮) কিংসওয়ে। 

১৯) সেন্ট জর্জেস গেট রোড। 

২০) স্ট্র্যান্ড রোড। 

২১) কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট। 

২২) কালাকার স্ট্রিট। 

২৩) ব্রেবোর্ন রোড। 

২৪) হাওড়া ব্রিজ।

 

শুধু তাই নয়, নবান্ন অভিযানের দিনে যাতে সাধারণ মানুষের কোনওরকম অসুবিধা না হয়, সেজন্য অতিরিক্ত শিফটে সরকারি বাস, ফেরি সার্ভিস, ট্রাম পরিষেবা প্রদান করা হবে।

Leave a comment