Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

বিধানসভা উপনির্বাচন: বেলা ১টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল

ইমামা খাতুন

Published: 10 July, 2024, 03:24 PM
বিধানসভা উপনির্বাচন: বেলা ১টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল

পুবের কলম,ওয়েবডেস্ক: আজ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ভোটগ্রহণ হচ্ছে মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জে। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে চার কেন্দ্রে ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কোন কেন্দ্রে এখনও পর্যন্ত কত ভোট পড়েছে দেখে নিন এক নজরে

 

 

* সকাল ১টা পর্যন্ত বাংলার চার কেন্দ্রে ভোটদানের হার ৩৮.২৮ শতাংশ।

১) রায়গঞ্জ বিধানসভায় ভোট পড়েছে ৪১.৩৮ শতাংশ।

২) রানাঘাট দক্ষিণ বিধানসভায় ভোট পড়েছে ৪২.১৯ শতাংশ।

৩) বাগদায় বিধানসভায় ভোট দানের হার ৩৫.৬৬ শতাংশ।

৪) মানিকতলায় পড়েছে ৩৩.৩৭ শতাংশ।  

 

 

 

 


 

 

 

*সকাল ১১টা পর্যন্ত বাংলার চার কেন্দ্রে ভোটদানের হার ২৪.২৫ শতাংশ।

১) রায়গঞ্জে ভোট পড়েছে ২৫.৯৮ শতাংশ,

২) রানাঘাট দক্ষিণে ২৬.৩২ শতাংশ,

৩) বাগদায় ২২.৬৩ শতাংশ 

৪) মানিকতলায় ২১.৮৯ শতাংশ ভোট পড়েছে।

 

* সকাল ৯টা পর্যন্ত গড় ভোটদানের হার ১০.৮৫ শতাংশ।

১) চার কেন্দ্রের মধ্যে এগিয়ে রায়গঞ্জ। ভোট পড়েছে ১২.০১ শতাংশ।

২) তার পরই রানাঘাট দক্ষিণ ১১.৫৮ শতাংশ।

৩) বাগদায় ভোটদানের হার ১০.৬১ শতাংশ।

৪) মানিকতলা বিধানসভা কেন্দ্রে ৯.০১ শতাংশ। 

 

 

 


 

Leave a comment