পুবের কলাম প্রতিবেদকঃ আর জি কর কাণ্ডের পরেই ধর্ষণ রুখতে আইন করে ৭ দিনের মধ্যে বিচারের দাবিতে সরব হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার যখন বিধানসভায় ‘অপরাজিতা’ বিল পাশ হচ্ছে, তখন ফের দ্রুত বিচার ও শাস্তির দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যাখ্যা দিলেন, কেন তিনি দ্রুত বিচার চাইছেন।