Sun, September 8, 2024

ই-পেপার দেখুন

কুসংস্কারের শিকার হয়ে মৃত গৃহবধূ, আটক ওঝা

Bipasha Chakraborty

Published: 26 July, 2024, 06:20 PM
কুসংস্কারের শিকার হয়ে মৃত গৃহবধূ, আটক ওঝা

 

দেবশ্রী মজুমদার, বোলপুর: বিজ্ঞানের যখন দুর্বার অগ্রগতি। মানুষ চাঁদে পাঠাচ্ছে চন্দ্রযান, তখন শুধুমাত্র শিক্ষার অভাবে কুসংস্কারের শিকার হচ্ছেন এক শ্রেণির মানুষ। বীরভূমের বোলপুরে এমনই অন্ধ কুসংস্কারের বসে এক তান্ত্রিকের কবলে পড়ে এক গৃহবধূর মৃত্যু ঘটলো। 

চিকিৎসকের কাছে না গিয়ে এক ওঝার কাছে তন্ত্রমন্ত্রে বিশ্বাস করে অকালে চলে গেল গৃহবধূর প্রাণ।

সেই ভণ্ড ওঝার দাবি ছিল,  লাগবে পাঁঠা ও ৫০ হাজার টাকা।  তবেই বাঁচবে তার স্ত্রী। 

এলাকাবাসী তানমনি হাঁসদার দাবি, ডাক্তারের ওষুধ খেতে না দিয়ে ওঝার কাছে চিকিৎসা করার ফলেই মৃত্যু হল বোলপুর পৌরসভা এলাকার এক নম্বর ওয়ার্ডের বোনডাঙ্গার এক গৃহবধূ। মৃত গৃহবধূ নাম তুলসী টুডু।  দীর্ঘদিন ধরে মাথা ব্যথা ও পেটের যন্ত্রণা নিয়ে ভুগছিলেন তিনি। ডাক্তার না দেখিয়ে তান্ত্রিকের উপর ভরসা করেন মৃত গৃহবধূ। গ্রাম বাসীদের অভিযোগ 

মৃতের পরিবার ডাক্তারের দেওয়া ঔষধ না দিয়ে তান্ত্রিকের দেওয়া জরিবুটি খাওনো হত তুলসী টুডুকে। তান্ত্রিক তুলসী টুডুর পরিবারের কাছে একটি পাঠা ও ৫০ হাজার টাকার দাবি করেন। সেই টাকা না দিতে পারায় তাদের বলা হয় রুগী আর বাঁচবে না স্বর্গে উঠে যাবে।  গত কাল মারা যেতেই ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। এদিন সকালে তান্ত্রিকের বাড়িতে চড়া হয় গ্রামবাসীরা।  

তান্ত্রিক লক্ষ্মণ সরেনকে বাড়ির মধ্যে বন্ধ করে গ্রামবাসীরা পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে শান্তিনিকেতন থানা নিয়ে যায়। 

এলাকাবাসীর দাবি দীর্ঘদিন ধরেই এই ব্যবসা করছিল ওই তান্ত্রিক। ওই এলাকায় তাই তারা চায় না ওই তান্ত্রিক মানুষ ঠকিয়ে তাদের বিপদের মুখে ঠেলে দিক।

Leave a comment