পুবের কলম ওয়েবডেস্কঃ এই মুহূর্তে জনপ্রিয়তার নিরিখে হোয়াটস আ্যপযে তালিকার শীর্ষে তা নিয়ে সন্দেহ নেই। স্মার্টফোন ব্যবহার করেন কিন্তু WhatsApp ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বিপুল জনপ্রিয়তার কারণেই বিভিন্ন ভাষায় ব্যবহার করা যায় এই অ্যাপ। বাংলাতেও আপনি স্বচ্ছন্দে জুড়ে থাকতে পারেন হোয়াটসঅ্যাপে। কি ভাবে আসুন দেখে নেওয়া যাক।
প্রথম উপায়ে ফোন সেটিংস থেকে ভাষা বদল করে হোয়াটস অ্যাপের (WhatsApp) এর ভাষা বদল করা যাবে। তবে চাইলে গোটা ফোনের ভাষা বদল না করেও শুধু WhatsApp এর ভাষা বদল করা যাবে।
ফোনে সেটিংস ওপেন করে সিস্টেম ওপেন করতে হবে। এবার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট সিলেক্ট করে নিন।-এবার সিলেক্ট করুন ল্যাঙ্গুয়েজেস এবার ‘অ্যাড আ ল্যাঙ্গুয়েজ’ সিলেক্ট করলেই আপনার পছন্দসই ভাষা পেয়ে যাবেন।