পুবের কলম, ওয়েবডেস্ক: এ যে সবুজে সবুজারণ্য। কোনও গহীন বন-জঙ্গল না। কথা হচ্ছে হোয়াটসঅ্যাপের। থাকতে থাকতে সবুজ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপের স্ক্রিন। বেজায় পেরেশানিতে নিত্য ইউজাররা । জানা গেছে, অ্যাপটির বিটা ভার্শন ব্যবহার করার সময় আচমকাই সবুজ হয়ে যাচ্ছে স্ক্রিন। একবার, দু’বার না বার বার এহেন পরিস্থিতির স্বীকার হচ্ছে ইউজাররা। যাকে কেন্দ্র করে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটিকে ঘিরে জমছে অভিযোগের পাহাড়।
আরও পড়ুনঃ ফের জাপানের প্রধানমন্ত্রী হলেন শিগেরু ইশিবা
জানা যাচ্ছে এই নয়া সমস্যাকে ‘গ্রিন স্ক্রিন ইস্যু’ আখ্যা দেওয়া হয়েছে। বিটা টেস্টাররা অ্যাপটির 2.24.24.5 ভার্শন ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছেন। মূলত এক ধরনের বাগ এই সমস্যাটা তৈরি করছে। কেবল স্ক্রিনটা সবুজ হয়ে যাচ্ছে তাই নয়, গাঢ় সবুজে ঢেকে ফেলছে সবটাই। ফলে চ্যাটের কোনও অংশই দেখা যাচ্ছে না। আর পুরো ব্যাপারটাই ঘটে যাচ্ছে আচমকা।
অভিযোগ, কোনও চ্যাট খুলতে গেলেই আচমকাই কাজ করা বন্ধ করে দিচ্ছে অ্যাপটি। একেবারে সবুজ বর্ণ ধারণ করছে হোয়াটসঅ্যাপ। আবার কারও ক্ষেত্রে ট্যাপ করতে গিয়ে আচমকাই বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। তবে সৌভাগ্যবশত এই সমস্যায় কেবল বিটা ভার্শন ব্যবহারকারীরাই পড়ছেন। বাকি হোয়াটসঅ্যাপ ইউজারদের কোনও সমস্যাই হচ্ছে না। সমস্যার সমাধান চাইলে অনেকে জানান, পুরোনো অ্যাপটি ব্যবহার করুন। তবে জানা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ ডেভেলপমেন্ট টিম ইতিমধ্যেই বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন। চেষ্টা করা হচ্ছে দ্রুত এই সমস্যা সমাধানের।
1 Comment
Pingback: Y+ ক্যাটাগরির নিরাপত্তা পেলেন কাজল শেখ – Puber Kalom – Bengali News Daily