ঢাকা, ২১ নভেম্বরঃ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে গেছেন। ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রওনা দেন তিনি। ♦খালেদা জিয়া♦ দীর্ঘ এক যুগ পর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে গেলেন। ২০১৮ সালের পর প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশ নিলেন তিনি। সর্বশেষ তিনি ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেন।
♣আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা♣
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ২০১২ সালে ♦সেনাকুঞ্জে♦ গিয়েছিলেন খালেদা জিয়া। ২০১৩ সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। তবে ওই সময়ে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বেশ কয়েকজন নেতা গিয়েছিলেন। এরপর আর এই দিবসে বিএনপির নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি।
♣আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা♣
♦খালেদা জিয়ার♦ পাশাপাশি ২০০৯ সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এ বছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে মোট ২৬ জন আমন্ত্রণ পেয়েছেন। এর মধ্যে আরও রয়েছেন বিএনপি মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান এবং অন্য পদমর্যাদার সাবেক সামরিক কর্মকর্তারা। বিগত সময়ে বিএনপি নেতারা আমন্ত্রণ পেতেন না।
1 Comment
Pingback: শীতকালীন অধিবেশনে পাঁচ নতুন বিল পেশ করতে চলেছে মোদি সরকার – Puber Kalom – Bengali News Daily