পুবের কলম প্রতিবেদক: আর জি কর কাণ্ডে বিচারের দাবি সিবিআই অফিস অভিযান করল সিপিএম। বৃহস্পতিবার দুপুরে সিবিআই দফতর সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ সভাও হয়। সেই সভায় সিপিএমের রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিম বলেন, আমরা এখানে বিচার চাইতে এসেছি।
পুলিশ বলেছিল সভা করতে দেবে না। কিন্তু সভা হচ্ছে। আমরা গিয়ে কোনও ডেপুটেশন দেবো না, তদন্তকারী আধিকারিককে এসে ডেপুটেশন নিয়ে যেতে হবে। অন্যদিকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য দাবি করেন, স্বাস্থ্য দুর্নীতিতে যারা যুক্ত তাদের গ্রেফতার করতে হবে। আর জি কর দ্রুত তদন্ত করতে হবে। সব অভিযুক্তকে গ্রেফতার করতে হবে।
♣আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা♣
এ দিনের বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন কর্মসূচিতে ছিলেন মুহাম্মদ সেলিম, পলিট ব্যুরো সদস্য রামচন্দ্র ডোম, যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি, কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, সূর্য মিশ্র, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পলাশ দাস ও কল্লোল মজুমদার, উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী প্রমুখ। এ দিন মীনাক্ষী বলেন, তদন্তে সাহায্যের জন্য আমাদের ডেকেছিল, তাও কেন তদন্তে দ্রুততা এলো না জানতে চেয়েছি। চার্জশিটের মাধ্যমে যদি কেউ মাফ পায় তাহলে ছাড়া হবে না। রাস্তায় থেকে বিচার আদায় করতে হবে। বাংলার মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
আগেই মুহাম্মদ সেলিম জানান, আর জি কর ঘটনার তদন্ত হোক আইন মেনে, লাইন মেনে নয়। এই স্লোগানকে সামনে রেখে ২১ নভেম্বর সিবিআইয়ের দফতর সিজিও কমপ্লেক্স অভিযান। ২১ নভেম্বর ১০০ দিন হয়েছে সিবিআই আর জি কর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার তদন্ত ভার নেওয়ার। তাই আন্দোলন। এই দিনটি বাংলার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন। আজাদ হিন্দ বাহিনীর গ্রেফতারির প্রতিবাদ জানাতে গিয়ে ১৯৪৫ সালের ২১ নভেম্বর কলকাতায় পুলিশের গুলিতে মৃত্যু হয় রামেশ্বর ব্যানার্জি ও আবদুল সালাম নামে দু’জন স্বাধীনতা সংগ্রামীর।
1 Comment
Pingback: আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা – Puber Kalom – Bengali News Daily