পুবের কলম, ওয়েব ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ। মার্কিনমুখি পুরো বিশ্ব। কে হবে ৪৭ তম প্রেসিডেন্ট? চলছে জোর চর্চা। কে পাবে মার্কিন মসনদ? মূলত জনতার ভোট ও ইলেকটোরাল কলেজ ভোটের সমন্বয়ে নির্ধারিত হবে পরবর্তী প্রেসিডেন্টের ভাগ্য।
নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পাওয়ার আশা ব্যক্ত করেছেন ট্রাম্প। অন্যদিকে গাজায় শান্তি আনার প্রতিশ্রুতি দিয়েছেন কমলা।
র্বশেষ সমীক্ষা অনুযায়ী ট্রাম্পের চেয়ে ১ শতাংশ পয়েন্টে এগিয়ে কমলা। তবে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে দুজনের ব্যবধান এতটাই অল্প যে স্পষ্টভাবে কাউকে এগিয়ে রাখা যাচ্ছে না।
কমলা হ্যারিস কি যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, নাকি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হবেন? অপেক্ষা শুধু সময়ের।
এবারের নির্বাচনেও ২০২০ সালের পুনরাবৃত্তি, অর্থাৎ ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের লড়াই হওয়ার কথা ছিল। তবে ট্রাম্পের কাছে বিতর্কে ধরাশায়ী হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে।