২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

টাওয়ার বসানোর নামে প্রতারণা, ৯ লক্ষ টাকা খোয়ালেন কৃষক

আবুল খায়ের
  • আপডেট : ৪ নভেম্বর ২০২৪, সোমবার
  • / 14

পুবের কলম,বসিরহাটঃ টাওয়ার বসানোর নাম করে প্রতারণা। এই ঘটনায় প্রায় ৯ লক্ষ টাকা খোয়ালেন এক কৃষক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের চন্ডীবাড়ি গ্রামে।

অভিযোগকারী, ৩৬ বছরের প্রশান্ত কুমার সরকার মণ্ডলের দাবি, চলতি বছরের আগস্ট মাসে তার কাছে একটি ফোন আসে এবং তাকে বলা হয় একটি নামকরা কোম্পানির ৫ জি টাওয়ার তার বাড়িতে বসানো হবে। বিনিময়ে তাকে দেওয়া হবে ১ কোটি ২৫ লক্ষ টাকা। তারপর কেন্দ্রীয় সরকারের লোগো রাজ্য সরকারের লোগো এবং টেলিকম অথরিটি অফ ইন্ডিয়ার লোগো জাল করে তাকে প্রতারণার ফাঁদে ফেলা হয় এবং ধাপে ধাপে প্রায় নয় লক্ষ টাকা নিয়ে নেয় প্রতারকরা।

অভিযোগকারী জানাচ্ছেন, তিনি মোটা টাকা সুদের বিনিময়ে ঋণ নিয়েছেন এবং তার পাশাপাশি জমি বন্ধক দিয়ে সেই টাকা  দিয়েছেন প্রতারকদের। তারপর তিনি সর্বস্বান্ত হয়ে পড়েছেন। ওই কৃষকের পরিবার ইতিমধ্যে হাড়োয়া থানায় একটি লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগকারী প্রশান্ত কুমার মন্ডলকে পাশাপাশি হাড়োয়া থানা থেকে বসিরহাট সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনায় মানবাধিকার কর্মী সালাউদ্দিন মোল্লা সচেতনতার বার্তা দিয়ে প্রশাসনের কাছে সঠিক পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টাওয়ার বসানোর নামে প্রতারণা, ৯ লক্ষ টাকা খোয়ালেন কৃষক

আপডেট : ৪ নভেম্বর ২০২৪, সোমবার

পুবের কলম,বসিরহাটঃ টাওয়ার বসানোর নাম করে প্রতারণা। এই ঘটনায় প্রায় ৯ লক্ষ টাকা খোয়ালেন এক কৃষক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের চন্ডীবাড়ি গ্রামে।

অভিযোগকারী, ৩৬ বছরের প্রশান্ত কুমার সরকার মণ্ডলের দাবি, চলতি বছরের আগস্ট মাসে তার কাছে একটি ফোন আসে এবং তাকে বলা হয় একটি নামকরা কোম্পানির ৫ জি টাওয়ার তার বাড়িতে বসানো হবে। বিনিময়ে তাকে দেওয়া হবে ১ কোটি ২৫ লক্ষ টাকা। তারপর কেন্দ্রীয় সরকারের লোগো রাজ্য সরকারের লোগো এবং টেলিকম অথরিটি অফ ইন্ডিয়ার লোগো জাল করে তাকে প্রতারণার ফাঁদে ফেলা হয় এবং ধাপে ধাপে প্রায় নয় লক্ষ টাকা নিয়ে নেয় প্রতারকরা।

অভিযোগকারী জানাচ্ছেন, তিনি মোটা টাকা সুদের বিনিময়ে ঋণ নিয়েছেন এবং তার পাশাপাশি জমি বন্ধক দিয়ে সেই টাকা  দিয়েছেন প্রতারকদের। তারপর তিনি সর্বস্বান্ত হয়ে পড়েছেন। ওই কৃষকের পরিবার ইতিমধ্যে হাড়োয়া থানায় একটি লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগকারী প্রশান্ত কুমার মন্ডলকে পাশাপাশি হাড়োয়া থানা থেকে বসিরহাট সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনায় মানবাধিকার কর্মী সালাউদ্দিন মোল্লা সচেতনতার বার্তা দিয়ে প্রশাসনের কাছে সঠিক পদক্ষেপের দাবি জানিয়েছেন।