পুবের কলম, ওয়েবডেস্কঃ রাজ্যে করোনা, ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দুঃস্থদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবে রাজ্য সরকার। এমনটাই জানিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মঙ্গলবারই সব জেলাশাসককে এই নির্দেশের কথা জানানো হয়েছে নবান্ন তরফে।
জানা গেছে, চাল, ডাল, মুড়ি, বিস্কুটের প্যাকেট পৌঁছে দেওয়া হবে। খাবার যাতে বাড়ি পর্যন্ত যায়, তার দিকে কড়া দৃষ্টি দেওয়া হবে। প্রয়োজনে স্থানীয় পুলশের সাহায্য নেওয়া যেতে পারে বলেও নবান্ন তরফে পরামর্শ নেওয়া হয়েছে। শুধু খাবার নয়, এই বিপদকালে কোনও মানুষ যদি কোনওরকম সমস্যায় পড়ে, জেলা প্রশাসন যাতে এগিয়ে যায়, সমস্ত রকম ব্যবস্থা করে সেই নির্দেশও দেওয়া হয়েছে।
করোনায় বহু মানুষ তাদের চাকরি খুইয়েছেন, অর্ধেক বেতন পেয়েছে। এই অবস্থায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়াল রাজ্য সরকার।
শুধু তাই নয়। এমন বহু মানুষ আছেন, যাঁরা আইসোলেশনে রয়েছেন। তাঁদেরও বাইরে থেকে খাবার এনে খাওয়া মুশকিল। তাঁদের জন্যও একই ব্যবস্থা করতে বলা হয়েছে নবান্নের তরফে।