১৩ জুলাই ২০২৫, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামি নীতি ভুলে সিনেমা ব্যবসায় আয় বাড়াচ্ছে সউদি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ জানুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 19

বিশেষ প্রতিবেদন: সউদি আরবে সিনেমা মুক্তিতে ৩৫ বছরের নিষেধাজ্ঞা উঠেছে মাত্র ৪ বছর হল। তবে সংবেদনশীল ধর্মীয় বা রাজনৈতিক বিষয়, যৌনতা ও সমকামিতা স্পর্শ করে এমন সিনেমা দেশটিতে এখনও নিষিদ্ধ। মধ্যপ্রাচ্যের সিনেমাগুলো সবচেয়ে বেশি মুক্তি পায় সেদেশে। বর্তমানে সউদি আরবে ১৫৪টি সিনেমা হল চালু আছে। এ অবস্থায় সউদি আরবের সিনেমাবাজার নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ভ্যারাইটি।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের শীর্ষ সিনেমার বাজারে পরিণত হতে যাচ্ছে সউদি আরব। ২০২০ সালে সউদি আরবের সিনেমার বাজার থেকে আয় হয় ১৫০ মিলিয়ন মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে সেই আয় বেড়েছে তিনগুণ। ২০২১ সালে সিনেমার বাজার থেকে সউদি আরবের আয় ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৩ হাজার ৮৫০ কোটি টাকারও বেশি। প্রতিবেদনে আরও বলা হয়, সিনেমা পরিবেশক সংস্থা ভক্স ৩ বছর আগে সউদি আরবে প্রবেশ করে।

আরও পড়ুন: চরম গরমে হেরা গুহা যাওয়ার সময় কমাল সউদি

সংস্থাটি এই ৩ বছরে দেশটির ছয়টি শহরে নতুন ১৫টি সিনেমা হল খুলেছে। বর্তমানে দেশটিতে ১৫৪টি সিনেমা হল চালু আছে, যাতে ৫০০ স্ক্রিনে সিনেমা প্রদর্শিত হচ্ছে। এরই মধ্যে সউদি আরব তাদের বিনোদন খাতে ৬৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। এছাড়া এখন ড্যান্স মিউজিক ফেস্টিভ্যালের আয়োজনে জোর দিতে চায় সউদি আরব। এরই মধ্যে সম্প্রতি রাষ্ট্রীয় উদ্যোগে দ্বিতীয়বারের মতো ডিজে পার্টির আয়োজন হয় দেশটিতে। নাচ-গানের সেই পার্টিতে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ৪০-এর রোনাল্ডোর সঙ্গে নতুন চুক্তি আল নাসরের

আরও পড়ুন: ১১ বছর পর সউদিতে আসাদ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসলামি নীতি ভুলে সিনেমা ব্যবসায় আয় বাড়াচ্ছে সউদি

আপডেট : ৪ জানুয়ারী ২০২২, মঙ্গলবার

বিশেষ প্রতিবেদন: সউদি আরবে সিনেমা মুক্তিতে ৩৫ বছরের নিষেধাজ্ঞা উঠেছে মাত্র ৪ বছর হল। তবে সংবেদনশীল ধর্মীয় বা রাজনৈতিক বিষয়, যৌনতা ও সমকামিতা স্পর্শ করে এমন সিনেমা দেশটিতে এখনও নিষিদ্ধ। মধ্যপ্রাচ্যের সিনেমাগুলো সবচেয়ে বেশি মুক্তি পায় সেদেশে। বর্তমানে সউদি আরবে ১৫৪টি সিনেমা হল চালু আছে। এ অবস্থায় সউদি আরবের সিনেমাবাজার নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ভ্যারাইটি।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের শীর্ষ সিনেমার বাজারে পরিণত হতে যাচ্ছে সউদি আরব। ২০২০ সালে সউদি আরবের সিনেমার বাজার থেকে আয় হয় ১৫০ মিলিয়ন মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে সেই আয় বেড়েছে তিনগুণ। ২০২১ সালে সিনেমার বাজার থেকে সউদি আরবের আয় ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৩ হাজার ৮৫০ কোটি টাকারও বেশি। প্রতিবেদনে আরও বলা হয়, সিনেমা পরিবেশক সংস্থা ভক্স ৩ বছর আগে সউদি আরবে প্রবেশ করে।

আরও পড়ুন: চরম গরমে হেরা গুহা যাওয়ার সময় কমাল সউদি

সংস্থাটি এই ৩ বছরে দেশটির ছয়টি শহরে নতুন ১৫টি সিনেমা হল খুলেছে। বর্তমানে দেশটিতে ১৫৪টি সিনেমা হল চালু আছে, যাতে ৫০০ স্ক্রিনে সিনেমা প্রদর্শিত হচ্ছে। এরই মধ্যে সউদি আরব তাদের বিনোদন খাতে ৬৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। এছাড়া এখন ড্যান্স মিউজিক ফেস্টিভ্যালের আয়োজনে জোর দিতে চায় সউদি আরব। এরই মধ্যে সম্প্রতি রাষ্ট্রীয় উদ্যোগে দ্বিতীয়বারের মতো ডিজে পার্টির আয়োজন হয় দেশটিতে। নাচ-গানের সেই পার্টিতে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ৪০-এর রোনাল্ডোর সঙ্গে নতুন চুক্তি আল নাসরের

আরও পড়ুন: ১১ বছর পর সউদিতে আসাদ