১৭ নভেম্বর, ইম্ফল: জঙ্গি সন্দেহে যে ১০ জন কুকি যুবককে হত্যা করেছিল নিরাপত্তা বাহিনী তাদের দেহ সৎকার করতে চাইল না কুকিরা। ১১ নভেম্বর রাতে জঙ্গি তকমা দিয়ে হত্যা করা হয়েছিল তাদের। যদিও কুকিরা জানায় তারা জঙ্গি নয়। গ্রাম সেবকের কাজ করত তারা। শিলচর হাসপাতাল থেকে তাদের দেহ বিমানে করে চূড়াচাদপুরে পাঠানো হয় কিন্তু কুকিরা দেহ নিতে অস্বীকার করে এই যুক্তি দিয়ে যে পোস্ট মর্টেম রিপোর্ট এখনও তাদের হাতে দেওয়া হয়নি।
এই দেহ হাতে নেওয়ার জন্য নিহতদের পরিবার শিলচর হাসপাতালে গিয়ে দাবি জানাচ্ছিল কয়েকদিন থেকে। কুকিদের সংগঠন ইন্ডিজে নাস ট্রাইবাল লিডার ফোরাম জানিয়েছে তারা ইমারজেন্সি মিটিং-এর পরই দেহ নিতে পারে। তারপর দেহ সমাধিস্ত করা নিয়ে ভাবা হবে। স্থানীয় হাসপাতালের মর্গে এখনও রাখা হয়েছে ১০ কুকি যুবকের দেহ। জিরিবামে এই কুকি যুবকদের হত্যার পরই ৬ জনের অপহরণের ঘটনা ঘটে। আর ফের হিংসা ছড়িয়ে পড়ে বিভিন্ন জেলায়। যার ফলে কার্ফু জারি রাখতে হয়, বন্ধ রাখা হয়েছে ইন্টারনেটও।