পুবের কলম, ওয়েবডেস্কঃ পুজোর উন্মাদনায় মত্ত গোটা দেশ। সবে মাত্র শেষ হয়েছে বাঙালীর দীর্ঘ প্রতীক্ষিত দুর্গাপুজো। এখনও বাকি উৎসব। এদিকে এই উৎসবের মরশুমে অক্টোবরেই ব্যাঙ্ক বন্ধ থাকবে মোট ২১ দিন। কাজেই আগেভাগেই জেনে নেওয়া দরকার সেই নির্ধারিত দিনগুলি, না হলে সমস্যায় ভুগতে পারে গ্রাহকদের।
আজ ১৯ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ছুটি রয়েছে ব্যাঙ্কে। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী, সব ব্যাঙ্কের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।
এই সব দিনগুলিতে বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, বেসরকারি ব্যাঙ্ক, বিদেশি ব্যাঙ্ক, কোঅপোরেটিভ ব্যাঙ্ক। তবে সব ব্যাংকের ক্ষেত্রে একই ছুটি প্রযোজ্য হবে সেই রকম কিছু না। তাই ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় গিয়ে জানতে হবে ছুটির তালিকা।
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী ছুটির তালিকাঃ
১৯ অক্টোবর: ইদ-এ-মিলাদ বা মিলাদ-এ-শরিফের ছুটি মঙ্গলবার। ব্যাংকে ছুটি থাকবে লখনউ, মুম্বই, নাগপুর, দিল্লি, রায়পুর, রাঁচি, শ্রীনগর, আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, দেরাদুন, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, কানপুর, কোচি, তিরুঅনন্তপুরমে। ২০ অক্টোবর: মহর্ষি বাল্মিকীর জন্মদিন, লক্ষ্মীপুজো উপলক্ষে থাকবে ছুটি।
২২ অক্টোবর: ইদ-ই-মিলাদ-উল-নবী উপলক্ষে ছুটি থাকবে। শ্রীনগরের জন্য এই ছুটি প্রযোজ্য
২৩ অক্টোবর: চতুর্থ শনিবার
২৫ অক্টোবর: রবিবার
রিজার্ভ ব্যাংকের ক্যালেন্ডার অনুযায়ীই পরিচালিত হয় ভারতীয় ব্যাঙ্কগুলি। প্রতি মাসেই দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকে। রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটি বাদ দিয়েও আগামী মাসে মোট ১৪ দিন ছুটি রয়েছে। শনি ও রবিবার মিলিয়ে মোট ২১টি ছুটি পাবেন ব্যাঙ্ককর্মীরা।
ব্রেকিং
- বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কে গ্রামবাসী, ‘ভয় নেই’ অভয় দিল বন দফতর
- ট্রেনে তবলা বাদককে খুন-কাণ্ডে হাওড়ায় ডিআরএম-কে ডেপুটেশন দিল আইএনটিটিইউসি
- সোনারপুরের বেসরকারি স্কুলে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বোম স্কোয়ার্ড
- মমতা বলার পরই শুরু তৎপরতা, আলু পিয়াজের দাম কী কমবে? প্রশ্ন ক্রেতাদের
- জেলাগুলিতে শীতের আমেজ থাকলেও শহরে মিলবে না ঠাণ্ডা
- ‘ময়নাতদন্তের পরেও বেঁচে উঠল লাশ’ ঢোকানো হত চুল্লিতে, রাজস্থানে অদ্ভুতুড়ে কাণ্ড
- ওবিসি শংসাপত্র বাতিল ইস্যুতে সুপ্রিম কোর্টের শুনানি: পরবর্তী তারিখ ৯ ডিসেম্বর
- ভারতকে লড়াইয়ে ফেরালেন বুমরাহ
- বাংলাদেশে নয়া নির্বাচন কমিশনার
- ইউক্রেনের দখল করা ভূখণ্ড ছাড়বে না রাশিয়া
- ইসরাইলের হাতে নিহত গাজার ১৭ হাজার শিশু, এতিম ৩৫ হাজার
- গয়ংগচ্ছ ভাবের অভিযোগ, শূন্যের গেরো কাটাতে ‘ভোটকুশলী’ চেয়ে বিজ্ঞাপন CPIM-এর