পুবের কলম, ওয়েবডেস্কঃ পুজোর উন্মাদনায় মত্ত গোটা দেশ। সবে মাত্র শেষ হয়েছে বাঙালীর দীর্ঘ প্রতীক্ষিত দুর্গাপুজো। এখনও বাকি উৎসব। এদিকে এই উৎসবের মরশুমে অক্টোবরেই ব্যাঙ্ক বন্ধ থাকবে মোট ২১ দিন। কাজেই আগেভাগেই জেনে নেওয়া দরকার সেই নির্ধারিত দিনগুলি, না হলে সমস্যায় ভুগতে পারে গ্রাহকদের।
আজ ১৯ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ছুটি রয়েছে ব্যাঙ্কে। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী, সব ব্যাঙ্কের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।
এই সব দিনগুলিতে বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, বেসরকারি ব্যাঙ্ক, বিদেশি ব্যাঙ্ক, কোঅপোরেটিভ ব্যাঙ্ক। তবে সব ব্যাংকের ক্ষেত্রে একই ছুটি প্রযোজ্য হবে সেই রকম কিছু না। তাই ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় গিয়ে জানতে হবে ছুটির তালিকা।
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী ছুটির তালিকাঃ
১৯ অক্টোবর: ইদ-এ-মিলাদ বা মিলাদ-এ-শরিফের ছুটি মঙ্গলবার। ব্যাংকে ছুটি থাকবে লখনউ, মুম্বই, নাগপুর, দিল্লি, রায়পুর, রাঁচি, শ্রীনগর, আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, দেরাদুন, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, কানপুর, কোচি, তিরুঅনন্তপুরমে। ২০ অক্টোবর: মহর্ষি বাল্মিকীর জন্মদিন, লক্ষ্মীপুজো উপলক্ষে থাকবে ছুটি।
২২ অক্টোবর: ইদ-ই-মিলাদ-উল-নবী উপলক্ষে ছুটি থাকবে। শ্রীনগরের জন্য এই ছুটি প্রযোজ্য
২৩ অক্টোবর: চতুর্থ শনিবার
২৫ অক্টোবর: রবিবার
রিজার্ভ ব্যাংকের ক্যালেন্ডার অনুযায়ীই পরিচালিত হয় ভারতীয় ব্যাঙ্কগুলি। প্রতি মাসেই দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকে। রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটি বাদ দিয়েও আগামী মাসে মোট ১৪ দিন ছুটি রয়েছে। শনি ও রবিবার মিলিয়ে মোট ২১টি ছুটি পাবেন ব্যাঙ্ককর্মীরা।
ব্রেকিং
- হঠাৎ এরদোগান-ব্লিংকেন বৈঠক
- গাজার শরণার্থী শিবিরগুলিই এখন টার্গেট ইসরাইলের
- ফেসবুক, গুগলের কাছ থেকে অর্থ নিতে নতুন আইন করছে অস্ট্রেলিয়া
- ‘সম্পূর্ণ পাগলামি’, ইউক্রেনের সমালোচনায় ট্রাম্প
- অসমে গোমাংস নিষিদ্ধ করার তীব্র প্রতিবাদ মেঘালয়ে
- ভারতের সংবিধান সংঘের বিধান নয়: সংসদে ঝড় তুললেন প্রিয়াঙ্কা
- ট্রেন লাইনে আত্মঘাতী দুই প্রেমিক যুগল, চাঞ্চল্য
- নরেন্দ্রপুরে সুসাইড নোট লিখে আত্মহত্যা তিনজনের
- জয়নগরে মোয়া হাব এখনো চালু না হওয়ায় হতাশ মোয়া ব্যবসায়ীরা
- হারিয়ে যাওয়া ১১২টি মোবাইল ফেরাল হাওড়া সিটি পুলিশ
- সিরিয়ায় বাস্তুচ্যুত ১১ লাখ মানুষ: রাষ্ট্রসংঘ
- রাজ্য ভলিতে চ্যাম্পিয়ন পোর্ট ট্রাস্ট ও মগরা