পুবের কলম ওয়েবডেস্ক: বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণের ঘটনাকে হাতিয়ার করে রাজ্যে ফের হিন্দুত্বের আবেগে সুড়সুড়ি দিতে আসরে নামল বিশ্ব হিন্দু পরিষদ। ওপার বাংলায় হিন্দুত্বের উপরে আক্রমণের প্রতিবাদে আজ মঙ্গলবার কলকাতায় সংগঠনের পক্ষ থেকে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। ধর্মতলায় প্রতিবাদ সভা শেষে রাজ্যপাল জগদীপ ধনকড় ও বাংলাদেশ উপ রাষ্ট্রদূতের কাছেও স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নিয়েছেন সংগঠনের পদাধিকারীরা। বাংলাদেশ উপদূতাবাসে স্মারকলিপি জমা দেওয়ার সময়ে অশান্তির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন পুলিশ আধিকারিকরা।
দুর্গাপুজোর সময়ে বাংলাদেশে একাধিক পুজামণ্ডপে ভাঙচুরের ঘটনাকে হাতিয়ার করে এপারবাংলায় ধর্মীয় তাস খেলতে ইতিমধ্যেই আসরে নেমেছে বজরং দল সহ বিশ্ব হিন্দু পরিষদের একাধিক শাখা সংগঠন। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও বিক্ষোভ দেখিয়েছে বজরং দলের সদস্যরা। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকেও বিক্ষোভ দেখানো হয়েছে। আজ আসরে নামছে বিশ্ব হিন্দু পরিষদ। ‘কলকাতা চলো’র ডাক দেওয়া হয়েছে। সংগঠনের মুখপাত্র সৌরীশ মুখোপাধ্যায় জানিয়েছেন, আজ শহরের তিন প্রান্ত কলেজ স্কোয়ার, বড়বাজারের তারাসুন্দরী পার্ক ও এলগিন রোডে প্রথমে জমায়েত হবেন সংগঠনের সদস্য-সমর্থকরা। হাওড়া, হুগলি, বর্ধমান ও পশ্চিম কলকাতার সদস্য-সমর্থকরা উপস্থিত হবেন তারাসুন্দরী পার্কে। উত্তর ২৪ পরগনা ও উত্তর কলকাতার বিশ্ব হিন্দু পরিষদ সদস্য-সমর্থকরা জড়ো হবেন কলেজ স্কোয়ারে। আর দক্ষিণ কলকাতার সদস্যরা জড়ো হবেন এলগিন রোডে। সেখান থেকে মিছিল করে পৌঁছবেন ধর্মতলার রাণি রাসমনি অ্যাভিনিউতে। সেখানে প্রতিবাদ সভা শেষে রাজ্যপাল ও কলকাতাস্থিত বাংলাদেশের উপরাষ্ট্রদূতের কাছে স্মারকলিপি দেওয়া হবে। কলকাতার পাশাপাশি বহরম, শিলিগুড়ি সহ বিভিন্ন জেলাশহরেও বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি নেওয়া হয়েছে।
ব্রেকিং
- অবশেষে যুক্ত হতে যাচ্ছে শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো লাইন
- মকর সংক্রান্তিতে শুভকামনা মমতার, শুভেচ্ছা বার্তা পোস্ট অভিষেকের
- দাবানল: অস্কার মনোনয়ন ঘোষণা পিছল
- ধর্ষণে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরু আসারামের জামিন
- সিবিআই আমাকে ফাঁসাচ্ছে, যাতে কৃতকর্ম ফাঁস না হয়ে যায়ঃ ইডি আধিকারিক
- মহাকুম্ভে তীব্র ঠান্ডায় হাজার হাজার মানুষ অসুস্থ
- রামমন্দিরের উদ্বোধনেই প্রকৃত স্বাধীনতা পেয়েছে ভারত: আরএসএস প্রধান
- ল্যান্ডমাইন বিস্ফোরণ, উপত্যাকায় আহত ৬ সেনা জওয়ান
- সন্তানকে সফল সম্পদ হিসেবে গড়ে তুলতে মায়েরা কঠোর হন’ আলোচনা সভায় মত বিশিষ্টদের
- জিএসটির চাপ গরিবদের উপর, ধনীদের ছাড়, কর কমাতে পথে নামছে কংগ্রেস
- টাকা তলানিতে-পতন শেয়ারে, সবমিলিয়ে ধুঁকছে অর্থনীতি
- মণিপুরে আসাম রাইফেলসের অস্থায়ী পোস্টে আগুন ধরাল গ্রামবাসীরা