পুবের কলম, ওয়েব ডেস্কঃ শনিবার রাতেই কলকাতায় পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার সারা দিন জুড়ে নানা কর্মসূচী রয়েছে তাঁর। তবে শাহের এবারের বঙ্গ সফরে সব চেয়ে বেশি আলোচিত হয়ে উঠেছে আর জি করের নিহত নির্যাতিতা তরুণীর বাবা মায়ের সঙ্গে তিনি আদৌ দেখা করতে যান কি না সে দিকেই নজর থাকবে সব পক্ষের।
গত বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জন্ম দিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অমিত শাহের সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছিলেন আর জি করে নিহত তরুণী চিকিৎসকের বাবা মা। ই-মেল মারফত পাঠানো সেই চিঠিতে নির্যাতিতার বাবা লেখেন, অত্যন্ত মানসিক যন্ত্রণায় ভুগছেন তাঁরা। সে কারণেই বৈঠকে বসতে চান। প্রয়োজনে যে কোনও জায়গায় যেতে প্রস্তুত তাঁরা।তবে গত শুক্রবার অমিত শাহের দফতরের পক্ষ থেকে যে সফর সূচি প্রকাশ করা হয়েছে সেখানে সোদপুরে নির্যাতিতার বাড়িতে যাওয়ার কোনও কর্মসূচির উল্লেখ নেই।
এমনিতেই আর জি কর ইস্যুতে বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে দর্শকের ভূমিকা পালন করতে হয়েছে বঙ্গ বিজেপিকে। আন্দোলনস্থলের চৌহদ্দির মধ্যে বিজেপি নেতাদের দেখলেই ‘গো ব্যাক’ স্লোগান দিয়েছে প্রতিবাদীরা। যা নিয়ে নিজেদের অভিমানও প্রকাশ করেছেন পদ্ম শিবিরের বঙ্গনেতারা। শুধু তাই নয় দু’মাসের বেশি সময় ধরে চলা এই আন্দোলন নিয়ে ‘স্পিকটি নট’ থেকেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কেন্দ্রীয় সরকার এবং নেতৃত্বের এই আশ্চর্য নীরবতা ঘিরে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে আদৌ নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন শাহ? সে নিয়ে রয়েছে ধোঁয়াশা।
এমনিতেই রাজ্যে খাতায় কলমে কাগুজে বিরোধী দল বিজেপি। নড়বড়ে সাংগঠনিক পরিস্থিত অমিত শাহ কতটা মেরামত করতে পারবেন তা নিয়েও রয়েছে। রাজ্য নেতাদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট। ৬ আসনের বিধানসভা উপনির্বাচনের প্রচারেও তাদের দেখা যাচ্ছে না। জানা গেছে, রবিবার পশ্চিমবঙ্গে বিজেপির প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করবেন অমিত শাহ। শেষবার মিসড কলের মাধ্যমে রাজ্য বিজেপির প্রাথমিক সদস্য হয়েছিল ৪০ লক্ষ । যদিও তার মধ্যে ১২ লক্ষ খুঁজে পাওয়া গিয়েছিল। বাকিদের খোঁজ মেলেনি। জানা গেছে এবার ১ কোটি প্রাথমিক সদস্যের লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপাবে বঙ্গ বিজেপি। কিন্তু শেষ পর্যন্ত তার পরিণতি কী হবে তা সময়ই বলবে।