পুবের কলম, ওয়েবডেস্ক: আসন্ন মহারাষ্ট্র নির্বাচন। যুযুধান দু’পক্ষের প্রচার তুঙ্গে। প্রত্যাবর্তন নাকি পালাবদল? কি হতে চলেছে মারাঠাভূমে? তা নিয়ে বিতর্কের অন্ত নেই। সাম্প্রতিককালের সব থেকে হাই-প্রোফাইল ভোট সংঘটিত হতে চলেছে ২০ নভেম্বর। এক দফায় ভোট হবে সেখানে। ২৩ নভেম্বর ভোটগণনা হবে।
ভোট আবহে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর নির্বাচন কমিশন। অমিত শাহ হোক কিংবা উদ্ধব ঠাকরে কেউ বাদ পড়ছে না তল্লাশী অভিযান থেকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ব্যাগে তল্লাশি চালানো নিয়ে বিতর্কের আবহেই শরদ পওয়ারের ব্যাগে তল্লাশি চালালেন নির্বাচনী আধিকারিকরা। জানা গেছে, সোলাপুরে নির্বাচনী প্রচারে যাওয়ার পথে মহারাষ্ট্রের পুণেতে বারামতিতে নেতার ব্যাগে তল্লাশি চালানো হয়েছে।
শনিবার মহারাষ্ট্রের অমরাবতী জেলায় নির্বাচনী প্রচারে যোগ দিতে যাওয়ার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধির ব্যাগেও তল্লাশি চালান নির্বাচন কমিশন। কয়েকদিন আগে মহারাষ্ট্রের পালঘরে রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের ব্যাগেও তল্লাশি চালানো হয়েছে। বাদ পড়েননি অমিত শাহ, রাহুল গান্ধিও।