০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বব্যাপী ১৭ হাজার কর্মী ছাঁটাই করছে বিমান নির্মাণকারী সংস্থা বোয়িং

আবুল খায়ের
  • আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, শনিবার
  • / 47

পুবের কলম, ওয়েব ডেস্কঃ বিশ্বজুড়ে এবার ১৭০০০ কর্মী ছাঁটাই করতে চলেছে বোয়িং। বিমান নির্মাণকারী সংস্থা বোয়িং- এ বিষয়ে সংস্থার পক্ষ থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে কর্মীসংখ্যা ১০ শতাংশ কমানোর পরিকল্পনার কথা জানিয়েছে এই এভিয়েশন জায়েন্ট। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি সপ্তাহ থেকেই শুরু হবে ছাঁটাইয়ের প্রক্রিয়ায়। যারা মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত, তারা জানুয়ারি মাস পর্যন্ত কাজে বহাল থাকবেন।

সংস্থার নতুন সিইও কেলি অর্টবার্গ আসার পর উৎপাদনে জোর দেওয়া হচ্ছে। বোয়িংয়ের সবচেয়ে বিখ্যাত মডেলটি হল বোয়িং ৭৩৭ ম্যাক্স। এই মডেলটির উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে সংস্থাটি। কোম্পানির সিইও কেলি ওর্টবার্গ বলেছেন, এইমুহূর্তে হাতে থাকা অর্ডারগুলি ডেলিভারি করার পরে ২০২৭ সালে বাণিজ্যিক ৭৬৭ মালবাহী বিমানের উৎপাদনও বন্ধ করবে বোয়িং।

জানা যাচ্ছে কোম্পানির বড়সড় লোকসানের জন্যই এহেন সিদ্ধান্ত নিচ্ছে তারা। এছাড়াও ৩৩,০০০ কর্মচারীর মাসব্যাপী ধর্মঘট সংস্থাকে ব্যাপক চাপে ফেলেছে, যার কারণে বিমান কারখানায় দীর্ঘদিন কাজও বন্ধ ছিল। এই ধর্মঘটের কারণেই, বোয়িং বলেছে যে ২০২৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৭৭৭ এক্স-এর প্রথম ডেলিভারি পিছিয়ে দিয়েছে সংস্থা।

বোয়িং আজকাল প্রচুর আর্থিক সংকটের মধ্যে রয়েছে। আর্থিক সংকট থেকে বেরোতে হলে কর্মীসংখ্যা কমাতেই হবে। এই কারণেই বিশ্বব্যাপী অফিসার, ম্যানেজার এবং কর্মচারী মিলিয়ে মোট ১৭,০০০ জন চাকরি হারাবেন।

ওর্টবার্গ তাঁর বিজ্ঞপ্তিতে বলেছেন, আমাদের কোম্পানিকে পুনরুদ্ধার করার জন্য আমাদের অবশ্যই এগিয়ে যেতে হবে। দীর্ঘমেয়াদে প্রতিযোগিতা বজায় রাখার জন্য আমাদের ব্যবসার কাঠামোগত পরিবর্তন প্রয়োজন, তাই এই সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল। একই সময়ে, কোম্পানির কাটব্যাক ঘোষণার পর, বোয়িং-এর শেয়ারের দাম ১.৭ শতাংশ কমেছে।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বব্যাপী ১৭ হাজার কর্মী ছাঁটাই করছে বিমান নির্মাণকারী সংস্থা বোয়িং

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, শনিবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ বিশ্বজুড়ে এবার ১৭০০০ কর্মী ছাঁটাই করতে চলেছে বোয়িং। বিমান নির্মাণকারী সংস্থা বোয়িং- এ বিষয়ে সংস্থার পক্ষ থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে কর্মীসংখ্যা ১০ শতাংশ কমানোর পরিকল্পনার কথা জানিয়েছে এই এভিয়েশন জায়েন্ট। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি সপ্তাহ থেকেই শুরু হবে ছাঁটাইয়ের প্রক্রিয়ায়। যারা মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত, তারা জানুয়ারি মাস পর্যন্ত কাজে বহাল থাকবেন।

সংস্থার নতুন সিইও কেলি অর্টবার্গ আসার পর উৎপাদনে জোর দেওয়া হচ্ছে। বোয়িংয়ের সবচেয়ে বিখ্যাত মডেলটি হল বোয়িং ৭৩৭ ম্যাক্স। এই মডেলটির উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে সংস্থাটি। কোম্পানির সিইও কেলি ওর্টবার্গ বলেছেন, এইমুহূর্তে হাতে থাকা অর্ডারগুলি ডেলিভারি করার পরে ২০২৭ সালে বাণিজ্যিক ৭৬৭ মালবাহী বিমানের উৎপাদনও বন্ধ করবে বোয়িং।

জানা যাচ্ছে কোম্পানির বড়সড় লোকসানের জন্যই এহেন সিদ্ধান্ত নিচ্ছে তারা। এছাড়াও ৩৩,০০০ কর্মচারীর মাসব্যাপী ধর্মঘট সংস্থাকে ব্যাপক চাপে ফেলেছে, যার কারণে বিমান কারখানায় দীর্ঘদিন কাজও বন্ধ ছিল। এই ধর্মঘটের কারণেই, বোয়িং বলেছে যে ২০২৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৭৭৭ এক্স-এর প্রথম ডেলিভারি পিছিয়ে দিয়েছে সংস্থা।

বোয়িং আজকাল প্রচুর আর্থিক সংকটের মধ্যে রয়েছে। আর্থিক সংকট থেকে বেরোতে হলে কর্মীসংখ্যা কমাতেই হবে। এই কারণেই বিশ্বব্যাপী অফিসার, ম্যানেজার এবং কর্মচারী মিলিয়ে মোট ১৭,০০০ জন চাকরি হারাবেন।

ওর্টবার্গ তাঁর বিজ্ঞপ্তিতে বলেছেন, আমাদের কোম্পানিকে পুনরুদ্ধার করার জন্য আমাদের অবশ্যই এগিয়ে যেতে হবে। দীর্ঘমেয়াদে প্রতিযোগিতা বজায় রাখার জন্য আমাদের ব্যবসার কাঠামোগত পরিবর্তন প্রয়োজন, তাই এই সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল। একই সময়ে, কোম্পানির কাটব্যাক ঘোষণার পর, বোয়িং-এর শেয়ারের দাম ১.৭ শতাংশ কমেছে।