পুবের কলম প্রতিবেদক: কলকাতায় ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। বিগত দিনগুলোতে ফোরামের কাজের ধারা ও আগামী পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আজ কলকাতায় বিশপ লেফ্রয় রোডে কলকাতা ম্যানশনে এই গুরুত্বপুর্ন বৈঠকে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের রূপকার মলয় পীট, ফোরামের আহ্বায়ক শঙ্কর মন্ডল, কলকাতা চ্যাপ্টারের আহ্বায়ক সুদীপ্ত চক্রবর্তী সহ বহু বিশিষ্টজন।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে ডিজিটাল মাধ্যমের সাংবাদিকদের সম-অধিকার পাওয়ার দাবী ও ইতিবাচক বার্তার মাধ্যমে শিল্প বান্ধব পরিবেশ গড়ে তুলতে রাজ্যের সকল সংবাদ মাধ্যমের প্রতিনিধি, বিশেষ করে ডিজিটাল মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম গঠন করা হয়েছে। ইতিবাচক ও উন্নয়নমূলক সংবাদ পরিবেশন করে রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ গড়ে তুলতে সকল গণমাধ্যম, বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মের সাংবাদিকদের একত্রিত করে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে এই ফোরাম, এমনটাই দাবি।
গত ১লা জানুয়ারী ২০২৫ থেকে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের উদ্যোগে কেবল নেটওয়ার্কের মাধ্যমে Positive বার্তা প্লাটফর্ম থেকে সম্প্রচার শুরু হয়েছে। আগামী ২৬ জানুয়ারী এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন বোলপুরে আয়োজন করা হয়েছে। আগামী একবছরের মধ্যে এটিকে স্যাটেলাইট প্ল্যাটফর্ম করে করা হবে বলে জানা গেছে।
আজকের আলোচনা সভায় এই সব বিষয় নিয়ে আলোচনা করার পাশাপশি।ফোরামের উদ্যোগে Call To Action (CTA) কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই যুগান্তকারী কর্মসূচির মূল লক্ষ্য হল রাজ্যের অসংগঠিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের একত্রিত করে তাদের মাধ্যমে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা মত প্রোমোশনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা। এই কর্মসূচির মাধ্যমে ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলির উন্নয়নের জন্য বিশেষ প্রোমোশনাল স্ট্রাটেজি তৈরি করা, বিভিন্ন সংবাদমাধ্যমের সহযোগিতায় তাদের সঠিক প্রচার ব্যবস্থা সুনিশ্চিত করা এবং ডিজিটাল মিডিয়া ও অসংগঠিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সংগঠিত করবে।