উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: শনিবার বিকালে জয়নগর থানার দক্ষিন বারাশতের কুলপি রোড কার্যত অবরুদ্ধ হয়ে গেল।কারণ এদিন নিজের ছবির প্রচারে দক্ষিন বারাশতের মহামায়া সিনেমা হলে এসেছিল অভিনেতা তথা সাংসদ দেব অরফে দীপক অধিকারী।এই হলে দেব অভিনীত খাদান সিনেমার শো চলছে।আর সেই ছবির প্রচারে এদিন দেব এখানে আসেন।আর দেব আসার কয়েক ঘন্টা আগে থেকে রাস্তা কার্যত বন্ধ হয়ে পড়ে দেবের ভক্তদের চাপে।কয়েক হাজার মানুষ এদিন দেবকে সামনে থেকে দেখার জন্য ভীড় করেন।আর এদিন বারুইপুর এস ডি পি ও অতীশ বিশ্বাস,জয়নগর সি আই সুবীর ঢালি,জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল, বকুলতলা থানার ওসি প্রদীপ পাল সহ বারুইপুর পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল এখানে। এদিন দেবের সঙ্গে দেখা করে দীর্ঘক্ষন কথা বলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস,জয়নগর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস,জয়নগর ১ নং ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস,দক্ষিন বারাশত গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্তী দাস, মহামায়া সিনেমা হলের মালিক অমর চক্রবর্তী, অলোক চক্রবর্তী।এদিন দেব দর্শকদের উদ্দেশে কথা বলেন,ফুল ছোঁড়েন এবং তাঁর পাশে থাকার জন্য অভিনন্দন জানান।এদিন দেব তাঁর অভিনীত খাদান সিনেমার শো চলাকালীন হলের ভেতরে গিয়ে উপস্থিত দর্শকদের সাথে কথা বলেন। আর তাঁর আগামী ছবি বিনোদনী ও রঘু ডাকাত দেখার জন্য ও বলেন।আর এদিন দেবকে সামনে থেকে দেখতে পেয়ে খুশি দর্শক সহ তাঁর ভক্তরা।আর দক্ষিন বারাশতে এসে তাঁর এতো ভক্তদের দেখতে পেয়ে আপ্লুত হয়েছেন বলে তিনি জানালেন।
ব্রেকিং
- মহারাষ্ট্রে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৮
- ওয়াকফ নিয়ে জেপিসির বৈঠকে হট্টগোল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় -সহ ১০ বিরোধী সাংসদ সাসপেন্ড
- ফলতায় সেবাশ্রয়: দৈনিক স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে হাজার হাজার রোগী
- ডিটেনশন ক্যাম্পে কেন আটকে রাখা হয়েছে ২৭০ বিদেশিকে? অসম সরকারকে সুপ্রিম ভর্ৎসনা
- ট্রেনে নৃশংস হত্যাকাণ্ড: অভিযুক্তের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ আদালতের
- মমতার অনুষ্ঠানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, কাজ করতে চান ‘দিদি’র সঙ্গে
- পাথরে ভরা দূর্গম পথ হেঁটে মদিনার উদ্দেশ্যে ইউসুফ
- কুয়াশার জেরে ব্যহত বিমান পরিষেবা
- সাহাজাদাপুরে তৃনমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
- আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় দুটি স্বর্ণপদক পেল বজবজের সুস্মিত নস্কর
- বাঘের গতিবিধি বুঝতে সুন্দরবনের লোকালয়ে বসানো হচ্ছে ১০০টি ক্যামেরা
- ঠাকুরপুকুর এলাকার ভাড়া বাড়ি থেকে তরুণীর দেহ উদ্ধার