পুবের কলম, ওয়েবডেস্ক: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! তৃণমূল দল থেকে সাসপেন্ড শান্তনু সেন ও আরাবুল ইসলাম। শুক্রবার একটি দলীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া দলবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। শুক্রবার এমনই জানালেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
ঘটনাপ্রসঙ্গে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং শান্তনু সেনকে দল থেকে সাসপেন্ড করেছেন।