পুবের কলম, ওয়েবডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়াই। একের পর এক বাড়িতে ছড়িয়ে পড়ল আগুন। ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে প্রগতি ময়দান থানার পুলিশ।
জানা গেছে, তপসিয়ায় বহুতলের পাশে ঝুপড়িতে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সঙ্গেসঙ্গে গোটা এলাকায় কালো ধোঁয়ায় ছেয়ে যায়। ঘটনাস্থলে কেউ আটকে রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে দমকাল দেরিতে পৌঁছানোর কারণে ক্ষোভে ফুঁসে ওঠে স্থানীয়রা। পুলিশকে লক্ষ্য করে ছোড়েন ইট’ও। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, “আমি এসেছি। সাধারণ মানুষের ক্ষোভ থাকা স্বাভাবিক। তবে দমকল’কে সময় দিতে হবে।