পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। শুক্রবার নিজের বাড়িতেইহৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। পরিবার সূত্রে খবর, এদিন হঠাৎই বুকে যন্ত্রণা শুরু হয় তাঁর। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের (আইএনএলডি) নেতা তথা হরিয়ানার জাঠ রাজনীতিকে জাতীয় স্তরে তুলে আনার অন্যতম কাণ্ডারি ছিলেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জানা গেছে, প্রাক্তন উপপ্রধানমন্ত্রী দেবীলালের পুত্র তথা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ ১৯৮৯ সাল থেকে মোট চার বার হরিয়ানার উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন। সাত বার বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন তিনি।