পুবের কলম প্রতিবেদক: এশিয়ার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় নাম করে নিল কলকাতার দুটি নামকরা বিশ্ববিদ্যালয়। এশিয়ার কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-এর ২৫০ এর মধ্যে দেখা গেল কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম।
এশিয়া ২০২৫-এর জন্য কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী, আইআইটি-খড়গপুর এশিয়া মহাদেশে ৬০তম এবং দক্ষিণ এশিয়ায় চতুর্থতম স্থান অর্জন করেছে। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় এশিয়ার শীর্ষ ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, এই মহাদেশে যথাক্রমে ১৭৯তম এবং ২১১তম স্থানে রয়েছে।
এছাড়াও, তালিকার ১০০০ এর মধ্যে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়। কিন্তু, যাদবপুর ও কলকাতার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দৌড়ে পিছিয়ে পড়ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।