পুবের কলম ওয়েবডেস্কঃ সেলফি তুলতে গিয়েই বিপত্তি ঘটে গেল সেন্ট পলস ক্যাথিড্রালে।মোমবাতির আগুন ধরে গেল তরুণীর চুলে।
শনিবার বড়দিনের সকাল থেকেই কলকাতার রাজপথ আজ উৎসবমুখী জনতার দখলে। চলছে দেদার সেলফি,গ্রুফি। তার মাঝেই এই বিপত্তি।
এইদিন সকাল থেকেই ভিড় জমেছিল সেন্ট পলস ক্যাথিড্রালে।বাকিদের মত মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা সারছিল ওই তরুণী। কিন্তু প্রার্থনা সেরে জ্বলন্ত মোমবাতি নিয়ে সেলফি তুলতে যেতেই বাধল যত বিপত্তি, আগুন ধরে গেল চুলে।
প্রত্যক্ষদর্শীদের কথায় সেলফি তুলতে গিয়েই অসবাধান হওয়ার জন্যই আগুন লাগে চুলে, চুলের বেশ কিছুটা অংশ পুড়ে যায়। যদিও বড় কোন বিপর্যয় ঘটার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আজ বড়দিন ২৫ ডিসেম্বর।২১ পার করে ২২ শে পা দিতে বাকি আর মাত্র কয়েকটা দিন। ওমিক্রন আতঙ্কের মধ্যেই সকাল থেকেই কলকাতার রাজপথে উৎসবমুখী জনতার ভিড়। রংবেরঙের শীত পোশাকে সেজে মাথায় সান্টা টুপি পরে সকলেই বর্ণময়। কেউ তুলছেন সেলফি, তো কেউ মজেছেন গ্রুফিতে। সেন্ট পলস ক্যাথিড্রাল থেকে ভিক্টোরিয়া, পার্কস্ট্রিট, ধর্মতলা সর্বত্র একই ছবি।
তবে এই সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা এর আগেও ঘটেছে। বিপদজনক ভাবে ছুটন্ত ট্রেনে, বা অন্যকোন ভাবে সেলফি তুলতে গিয়ে ঘটেছে প্রাণহানির মত ঘটনাও । (ছবি প্রতীকী)