পুবের কলম ওয়েবডেস্কঃ বড়দিনে পথ শিশুদের একটু আনন্দ দিতে ঘরে ঘরে খেলনা সংগ্রহ করল মেডিকেল ব্যাংক।
মেডিকেল ব্যাংকের সম্পাদক ডি আশিস বলেন শোভাবাজার মেট্রো স্টেশন এলাকায় ২০০ পথশিশুকে কেক , বিস্কুট, লজেন্স বিতরণ করা হয়। সকাল ১১ টা থেকে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত। শিশুদের সঙ্গে অনাবিল আনন্দ ভাগ করে নেন সকলেই।