১৩ জুলাই ২০২৫, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপির সাংগঠনিক রদবদল, উত্তর কলকাতার দায়িত্বে কল্যাণ চৌবে, দক্ষিণে সঙ্ঘমিত্রা চৌধুরী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, শনিবার
  • / 44

পুবের কলম, ওয়েবডেস্কঃ পুরভোটে ভরাডুবির পর এবার ফের সাংগঠনিক ক্ষেত্রের রদবদল করল বিজেপি। উত্তর ও দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি বদল করা হল। উত্তর কলকাতার দায়িত্ব পেলেন কল্যাণ চৌবে। দক্ষিণ কলকাতা দায়িত্বে এলেন সঙ্ঘমিত্রা চৌধুরী। বিধায়ক আনন্দময় বর্মন সামলাবেন শিলিগুড়ির সভাপতির দায়িত্ব। একইভাবে দক্ষিণ নদিয়ার দায়িত্ব সামলাবেন বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়।

সদ্য বিজেপির নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে। এর পরেই শুক্রবার ছিল নবগঠিন রাজ্য কমিটির বৈঠক। শনিবার সকালে বিজেপির অধিকাংশ জেলা সভাপতিই রদ বদল করা হল। একইসঙ্গে ৩৯টি সাংগঠনিক জেলা ছিল বিজেপির। সেই সংখ্যাও বাড়ানো হল।
এবার থেকে বিজেপির ৪২টি সাংগঠনিক জেলা হল। ৪২টির জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ৪২ জন সভাপতি। কলকাতার দুই সাংগঠনিক জেলারই সভাপতি বদল করা হল। হাওড়া-সহ দু’ তিনটে সাংগঠনিক জেলা বাদ দিলে প্রায় সব জেলাতেই নতুন সভাপতি ঠিক হয়েছে।
পুরভোটকে মাথায় রেখেই এই রদবদল বলে মনে করা হচ্ছে।

বিজেপির সাংগঠনিক রদবদল, উত্তর কলকাতার দায়িত্বে কল্যাণ চৌবে, দক্ষিণে সঙ্ঘমিত্রা চৌধুরী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজেপির সাংগঠনিক রদবদল, উত্তর কলকাতার দায়িত্বে কল্যাণ চৌবে, দক্ষিণে সঙ্ঘমিত্রা চৌধুরী

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ পুরভোটে ভরাডুবির পর এবার ফের সাংগঠনিক ক্ষেত্রের রদবদল করল বিজেপি। উত্তর ও দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি বদল করা হল। উত্তর কলকাতার দায়িত্ব পেলেন কল্যাণ চৌবে। দক্ষিণ কলকাতা দায়িত্বে এলেন সঙ্ঘমিত্রা চৌধুরী। বিধায়ক আনন্দময় বর্মন সামলাবেন শিলিগুড়ির সভাপতির দায়িত্ব। একইভাবে দক্ষিণ নদিয়ার দায়িত্ব সামলাবেন বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়।

সদ্য বিজেপির নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে। এর পরেই শুক্রবার ছিল নবগঠিন রাজ্য কমিটির বৈঠক। শনিবার সকালে বিজেপির অধিকাংশ জেলা সভাপতিই রদ বদল করা হল। একইসঙ্গে ৩৯টি সাংগঠনিক জেলা ছিল বিজেপির। সেই সংখ্যাও বাড়ানো হল।
এবার থেকে বিজেপির ৪২টি সাংগঠনিক জেলা হল। ৪২টির জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ৪২ জন সভাপতি। কলকাতার দুই সাংগঠনিক জেলারই সভাপতি বদল করা হল। হাওড়া-সহ দু’ তিনটে সাংগঠনিক জেলা বাদ দিলে প্রায় সব জেলাতেই নতুন সভাপতি ঠিক হয়েছে।
পুরভোটকে মাথায় রেখেই এই রদবদল বলে মনে করা হচ্ছে।

বিজেপির সাংগঠনিক রদবদল, উত্তর কলকাতার দায়িত্বে কল্যাণ চৌবে, দক্ষিণে সঙ্ঘমিত্রা চৌধুরী