পুবের কলম প্রতিবেদক, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার মৃত্যু। বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করতেন মৃত পড়ুয়া। নিজের ঘরেই মৃত্যু হয় ২১ বছর বয়সী প্রতীপ কুমার মান্নার। মৃত্যুর আসল কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ।
Read More: ‘আহমেদ সাঈদ মালিহাবাদী’ পুরস্কার পেলেন আহমদ হাসান ইমরান
জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা প্রতীপ কুমার মান্না। পড়াশোনার সূত্রে কলকাতার সার্ভে পার্ক থানা এলাকার বি এম মণ্ডল রোডে ভাড়ায় থাকতেন ওই যুবক। তাঁর সঙ্গে থাকতেন অর্ক মাইতি নামের আরও এক পড়ুয়া। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ নিজের ঘরেই অসুস্থ বোধ করেন পড়ুয়া। তারপরই অর্ককে ওষুধ কিনে আনতে বলেন মান্না। সে ওষুধ ঘরে এসে দেখে সে ঘরে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অর্ক মাইতি বলেন, তাকে প্রথমে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যায়। সেখান থেকে কেপিসিতে পাঠানো হয়। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।