কলকাতাSunday, 20 November 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

২০ দিনের লড়াই শেষ, ক্যাওড়াতলা  মহাশ্মশানে শেষকৃত্য অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার

Puber Kalom
November 20, 2022 6:16 pm
Link Copied!

 

 

পুবের কলম ওয়েবডেস্ক: আন্দুলের বেসরকারি হাসপাতালে রবিবার শেষ নিঃশ্বাস  ত্যাগ করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা, বেলা ১২ টা বেজে ৫৯ মিনিটে থেমেছে ২০ দিনের লড়াই। বেসরকারি এই হাসপাতাল থেকে দেহ বার করে নিয়ে যাওয়া হয়  প্রথমে কুদঘাটের বাড়িতে।সেখান থেকে  টেকনিশিয়ান স্টুডিওতে, এরপর ক্যাওড়াতলা মহাশ্মশানে পঞ্চভুতে বিলীন হবেন তিনি। শেষ হবে একটা লড়াইয়ের অধ্যায়।

 

‘ইউয়িংস সারকোমা’-  বোনম্যারো ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার কে হারিয়ে দিয়েছিলেন  তৃতীয় বার তা ফিরে আসে মাথাতে। এই লড়াই আর সামলে দেওয়ার ক্ষমতা ছিলনা। এর থেকেই ব্রেনস্ট্রোক , এরপর একেরপর এক হৃদরোগে আক্রান্ত হওয়া। অবশেষে রবিবার লড়াই থেকে ছুটি।

ফাইট  ঐন্দ্রিলা ফাইট, না ফোন থেকে নয় সবাই মন থেকেই এই প্রার্থনা করছিলেন। কিন্তু রবিবার থামল লড়াই । মাত্র ১৮ বছর বয়সে ক্যান্সারে  আক্রান্ত হন, রেডিয়েশন, কেমো সব কিছুকে হারিয়ে ফের ফিরে আসা লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে।

বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন ‘জিয়নকাঠি’ ধারাবাহিকে কাজ করে।শুরু করেছিলেন ঝুমুর ধারাবাহিক দিয়ে।  ঠিক তার পরেই দ্বিতীয় বার ক্যানসারে আক্রান্ত হন তিনি। ফের ফিরে এসেছিলেন, ধারাবাহিকে অভিনয়ও শুরু করে ছিলেন। কিন্তু ফের নেমে এল বিপত্তি। গত ২ নভেম্বর ব্রেনস্ট্রোকে আক্রান্তহন। ভরতি করা হয় হাওড়া আন্দুলের একটি বেসকারি হাসপাতালে। চলছিল লড়াই। কখনও একটু ভালো সামান্য আশার আলো। কিন্তু গত কয়েকদিনে  বারবার কার্ডিয়াক অ্যারেস্ট। শনিবার পরপর ১০ বার হৃদরোগে আক্রান্ত হন।

গত সোমবার অভিনেত্রীর বিশেষবন্ধু সব্যসাচী সোশ্যালমিডিয়ায় একটি পোস্টে লিখেছিলেন “কোনওদিন এটা এখানে লিখব ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন”। ঐন্দ্রিলার জন্য প্রার্থনা জানিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুদীপ্তা চট্টোপাধ্যায়, বিদীপ্তা চট্টোপাধ্যায় টলিপাড়ার অভিনেতা- অভিনেত্রীরা সকলেই । বিদীপ্তা লিখেছেন আমার মেয়েও ঐন্দ্রিলার কাছাকাছি বয়সী আমি প্রার্থনা করছি সুস্থ হয়ে উঠুক ঐন্দ্রিলা । পরমব্রত লিখেছেন একটা বাচ্চা মেয়ে আর তার বন্ধু দুজনেই লড়ছেন। আমি চাই ওরা এই লড়াইটা জিতুক।

কিন্তু সব অসুখ কে হারিয়ে ফের লাইট, ক্যামেরা, আ্যকশনের জগতে ফিরুন ঐন্দ্রিলা এমনটাই চাইছিলেন সবাই, তবে  হলোনা ক্যামব্যাক , মাত্র ২৪ এই থামল লড়াই।