পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: বুধবার সন্ধ্যা ছটা নাগাদ মিনাখাঁর আমতলা বাজারের কাছে এক মুদিখানার দোকানে ভয়াবহ আগুন লাগে। দমকল আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে এলাকার বাসিন্দারা। মিনাখাঁর আমতলা বাজারের কাছে আব্দুল গফুর শেখ নামে এক ব্যক্তির মুদিখানা দোকানে এদিন সন্ধ্যা বেলায় হঠাৎ আগুন লাগে।
ওই দোকানে কাটা তেল (পেট্রোল, ডিজেল) বিক্রি করা হতো। ছোট ছোট বোতলে করে পেট্রোল ডিজেল মজুত করে রাখা ছিল। সেই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দোকানে। কয়েক মিনিটের মধ্যে পুরো দোকানে আগুন লেগে যায়।
দোকানে থাকা আনুমানিক লক্ষাধিক টাকার জিনিসপত্র নষ্ট হয় বলে দাবি দোকানদারের। দমকলের কর্মীরা আসার আগেই স্থানীয় বাসিন্দারা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মূলত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মিনাখাঁ থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে।।