পুবের কলম, ওয়েবডেস্ক: ফের ওয়াইট হাউসে পদার্পণ করেছে ট্রাম্প। ম্যাজিক ফিগার পার করে বিপুল ভোটে জয়লাভ করেছেন তিনি। আলোচিত এই নির্বাচনে মার্কিনিদের পাশাপাশি নির্বাচিত হয়েছেন ৫ বাংলাদেশিও। তাঁরা হলেন যথাক্রমে নিউজার্সি প্লেইন্স বরো টাউনশিপের কাউন্সিলম্যান ড. নুরান নবী, নিউ হ্যাম্পশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল খান, কানেকটিকাট স্টেট সিনেটর মাসুদুর রহমান, জর্জিয়া স্টেট সিনেটর পদে ডেমোক্রাট প্রার্থী শেখ এম. রহমান ও একই স্টেটের অপর ডিস্ট্রিক্ট থেকে সিনেটর নাবিলা ইসলাম। নির্বাচিতদের মধ্যে পঞ্চম মেয়াদে নির্বাচিত হয়েছেন কাউন্সিলম্যান ড. নুরান নবী। তিনি প্রথম ২০০৭ সালে নিউ জার্সি প্লেইন্স বরো টাউনশিপ থেকে নির্বাচিত হন। এরপর টানা ১৪ বছর ধরে এ পদে আছেন। এ ছাড়া ৬ বারের মতো দেশটির নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের আইনসভার সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আবুল বি খান। শেখ এম. রহমান এবং নাবিলা ইসলাম উভয়ই জর্জিয়া অঙ্গরাজ্য থেকে সিনেট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা উভয়েই ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ছিলেন। শেখ রহমান এই নিয়ে চতুর্থবারের মতো সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন; আর নাবিলা নির্বাচিত হয়েছেন দ্বিতীয়বারের মতো। অপর ডেমোক্র্যাট সদস্য মাসুদুর রহমান সিনেট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কানেকটিকাট অঙ্গরাজ্য থেকে। নাবিলা ইসলামের মতো তিনিও দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, এখনও পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ২৭৯টি ইলেকটোরাল কলেজ ভোটে জয় নিশ্চিত করেছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি ইলেকটোরাল ভোট। তবে এখনো কিছু আসনে ফলাফল ঘোষণা বাকি আছে।
অন্যদিকে, মার্কিন সিনেটের নিয়ন্ত্রণও চলে যাচ্ছে রিপাবলিকান পার্টির হাতে। এখনো অনেক আসনের ভোট গণনা চলমান থাকলেও, এটা স্পষ্ট যে ডেমোক্র্যাটরা তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাবে। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জয় যেমন নিশ্চিত হয়েছে একই ভাবে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ সিনেট ও প্রতিনিধি পরিষদেও এগিয়ে আছেন রিপাবলিকানরা।
1 Comment
Pingback: জিতেছেন ডোনাল্ড ট্রাম্প, তবে লাভ ইলন মাস্কের – Puber Kalom – Bengali News Daily